reporterঅনলাইন ডেস্ক
  ০৩ জানুয়ারি, ২০১৮

রাজশাহীতে বাড়ছে শীত

বায়ু প্রবাহের ধরণ পাল্টে যাওয়ায় জানুয়ারির শুরুতেই রাজশাহী অঞ্চলে শীতের তীব্রতা বাড়ছে। গত ১ জানুয়ারি থেকে এ অঞ্চলে হঠাৎ শীতের তীব্রতা বাড়তে থাকে। বুধবার সকালে আরও বেশি শীত অনুভূত হয়েছে।

হালকা বাতাসের সঙ্গে সকালে ঘন কুয়াশাও লক্ষ্য করা যায়। এ সময় অনেককেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা যায়। এ সপ্তাহে শীতের তীব্রতা আরও বাড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

স্থানীয় আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক শহিদুল ইসলাম জানান, সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস কমে গতকাল ১১ পয়েন্ট ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। এটাই চলতি মৌসুমে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ পয়েন্ট ৩ ডিগ্রি সেলসিয়াস।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাজশাহী,আবহাওয়া,শীত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist