reporterঅনলাইন ডেস্ক
  ২৪ নভেম্বর, ২০১৭

বারী সিদ্দিকীর জানাজা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সংগীতশিল্পী বারী সিদ্দিকীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর স্কয়ার হাসপাতালে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার পর ইন্তেকাল করেন তিনি। ১৭ নভেম্বর থেকে ওই হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন বারী সিদ্দিকী।

বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ১০টায়। এরপর মরদেহ নিয়ে নেত্রোকাণার উদ্দেশে রওনা দেয়া হয়। সেখানে নেত্রকোণা সরকারি কলেজ মাঠে তৃতীয় জানাজা হবে। এরপর বাদআসর নেত্রকোণার কারলি গ্রামের বাউলবাড়িতে দাফন সম্পন্ন করা হবে।

বারী সিদ্দিকী ১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোণায় জন্মগ্রহণ করেন। মাত্র ১২ বছর বয়সেই নেত্রকোণার শিল্পী ওস্তাদ গোপাল দত্তের অধীনে তার আনুষ্ঠানিক তালিম শুরু হয়। তিনি ওস্তাদ আমিনুর রহমান, দবির খান, পান্নালাল ঘোষসহ অসংখ্য গুণীশিল্পীর সরাসরি সান্নিধ্য লাভ করেন।

‘শুয়া চান পাখি’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘সাড়ে তিন হাত কবর’, ‘তুমি থাকো কারাগারে’, ‘রজনী’ প্রভৃতি গানের জন্য ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন বারী সিদ্দিকী।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বারী সিদ্দিকী,শুয়া চান পাখি,সংগীতশিল্পী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist