reporterঅনলাইন ডেস্ক
  ২১ নভেম্বর, ২০১৭

জেসিয়া প্রতারণার শিকার!

দীর্ঘ প্রায় একমাস বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীদের সঙ্গে ‘মিস ওয়ার্ল্ড’ হওয়ার লড়াইয়ে ছিলেন বাংলাদেশের মেয়ে জেসিয়া ইসলাম। চূড়ান্ত প্রতিযোগিতা শেষে গত ১৯ নভেম্বর রাত সাড়ে ১১টায় চীনের ‘মিস ওয়ার্ল্ড ক্যাম্প’ থেকে দেশে ফিরেছেন তিনি। আজ মঙ্গলবার দুপুরে কথা বলেন এই প্রতিবেদকের সঙ্গে। তার অভিজ্ঞতার কথা জনাতে চাইলে তিনি এক কথায় চমৎকার বলে জানান। তার কাছে জানতে চাওয়া হয়েছিল হেড টু হেড চ্যালেঞ্জ’ পর্বে প্রতিযোগীরা ভিডিওর মাধ্যমে নিজের দেশ আর সংস্কৃতি উপস্থাপন করেছেন। আপনার ভিডিও দেখে মনে হলো, এটি খুব তাড়াহুড়ো করে তৈরি হয়েছে। এমনটা হলো কেন?

জবাবে তিনি জানান, ঠিকই বলেছেন। অবশ্যই তা ভালো হয়নি। আমাকে বলা হয়নি যে এটা পরিচিতির ভিডিও। ওই ভিডিওটা ঢাকায় সংবাদ সম্মেলনের দিন করা হয়েছে। আমাকে বলা হলো, ২ মিনিটের একটা ভিডিও হবে। বললাম কিসের? বলল, এমনি। আমার ধারণা ছিল না, এটা পরিচিতির ভিডিও। পরে ভিডিও দেখে আমি স্টুপিড হয়ে যাই। আমার ভিডিও দেখে সবাই বুঝতে পেরেছে, ওটা কোনোভাবে যথাযথ প্রস্তুতি নিয়ে করা হয়নি। আমি কতটা আপসেট ছিলাম, তা ভিডিও দেখে বুঝেছেন সবাই। এই ভিডিও ছাড়ার পর আমি হতাশ হয়ে পড়ি। আমি হয়তো প্রতারণার শিকার। ইচ্ছে করেই আমার সঙ্গে এমনটা করা হয়েছে।

প্রসঙ্গত এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় সেরা হয়েছেন ভারতের মানুষী চিল্লাার। অবশ্য সেরার মুকুট জিততে না পারলেও সেরা চল্লিশে থাকতে পেরেছেন জেসিয়া। আর তাতেই সন্তুষ্ট দেশের প্রথম ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ,প্রতারণার শিকার,জেসিয়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist