reporterঅনলাইন ডেস্ক
  ২৩ অক্টোবর, ২০১৭

৯ নভেম্বর থেকে লোকসংগীত উৎসব

ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব-এর এবারের আসর শুরু হবে ৯ নভেম্বর, শেষ হবে ১১ নভেম্বর। বরাবরের মতো ভেন্যু হিসেবে থাকছে রাজধানীর আর্মি স্টেডিয়াম।

উৎসবের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা যায়। সেখানে বলা হয়, ৯ থেকে ১১ নভেম্বর হবে দেশীয় লোকসংগীতের সবচেয়ে বড় এই আয়োজন। শিগগিরই উৎসবের টিকিট নিবন্ধন শুরু হবে।

প্রতিদিন সন্ধ্যা ৬টায় এ উৎসব শুরু হয়ে চলবে রাত ১২টা পর্যন্ত। এতে অংশ নেবেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও বিশ্বের অন্যান্য দেশ থেকে আসা খ্যাতিমান লোকশিল্পীরা। কিছুদিনের মধ্যেই এ আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাবে কর্তৃপক্ষ। এদিকে, একই ভেন্যুতে কয়েক বছর ধরে হয়ে আসা বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব এবার অনুষ্ঠিত হচ্ছে না।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লোকসংগীত উৎসব
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist