reporterঅনলাইন ডেস্ক
  ১৯ অক্টোবর, ২০১৭

‘আপনি কেন খান আতার বিরুদ্ধে কথা বলছেন?’

প্রয়াত নির্মাতা, সুরকার, সংগীত পরিচালক, প্রযোজক ও অভিনেতা খান আতাউর রহমানকে ‘রাজাকার’ বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা ও চিত্রপরিচালক নাসির উদ্দিন ইউসুফ। এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন চিত্রনায়ক ফারুক।

শুধু প্রতিবাদ নয়, নাসির উদ্দিন ইউসুফের এমন মন্তব্যের কারণে সংবাদ সম্মেলন করে সরকারের কাছে বিচার চাইলেন ঢাকাই ছবির ‘মিয়াভাই’খ্যাত এ অভিনেতা।

বৃহস্পতিবার সকালে এফডিসির জহির রায়হান কালার ল্যাবে খান আতাউর রহমান পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’ ছবি প্রদর্শনের আগে ফারুক বলেন, ‘খান আতা পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’ ছবিটি ১৯৭৩ সালে সেন্সর পায় এবং মুক্তি লাভ করে। তখন বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। তাছাড়া সেন্সর বোর্ড জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ছিল।’

ফারুক বলেন, ‘তখন মুক্তিযোদ্ধা মোফাজ্জ্বল হোসেন চৌধুরী মায়া (বর্তমান ত্রাণ ও দুর্যেোগ ব্যবস্থাপনা মন্ত্রী) ছবিটি রিভিউ করে এটি প্রদর্শনের অনুমতি দেন। মুক্তিযুদ্ধের সরকারই ছবিটি নিয়ে যখন আপত্তি করেনি তখন আপনি (নাসির উদ্দিন ইউসুফ) কেন খান আতার বিরুদ্ধে কথা বলছেন? এ সরকার স্বাধীনতার পক্ষের, তার মানে আপনি স্বাধীনতার বিপক্ষে কথা বলছেন। জাতির কাছে এবং বর্তমান ক্ষমতাসীন সরকারের কাছে খান আতা সম্পর্কে এমন বিকৃত মন্তব্যের বিচার চাইছি।’

সেখানে উপস্থিত প্রবীণ চিত্রপরিচালক আজিজুর রহমান বলেন, ‘আতা মুক্তিযুদ্ধের সময় ঝুঁকি নিয়েও বাংলা চলচ্চিত্র নিয়ে কাজ করেছেন। পাকিস্তানিদের হুমকি মাথায় নিয়েও যিনি কাজ করেছেন তিনি মুক্তিযোদ্ধা না রাজাকার? খান আতা ছিলেন, আছেন, থাকবেন।’ পরিচালক সিবি জামান বলেন, ‘খান আতার মতো মানুষকে নিয়ে যারা এমন মন্তব্য করতে পারে তাদের ঘৃণা করি।’

আরও উপস্থিত ছিলেন খান আতার ছেলে কণ্ঠশিল্পী আগুন। তিনি বলেন, ‘এভাবে গুণী মানুষদের ছোট করতে নেই। আমার বাবাকে দেশের সবাই চেনেন ও জানেন। আজকে হঠাৎ রাজাকার বলে দিলেই তাকে খাটো করা যাবে না। আমি যদি বঙ্গবন্ধুর আদর্শের মানুষ হয়ে থাকি তবে অবশ্যই এ যুদ্ধে আমি জয়ী হবই।’

উল্লেখ্য, গেল সপ্তাহে নিউ ইয়র্কে সাংস্কৃতিক অভিবাসীদের সমাবেশে নাসির উদ্দিন ইউসুফ প্রয়াত আতাউর রহমানকে ‘রাজাকার’ বলে মন্তব্য করেন। এরপর বলেন, ‘আবার তোরা মানুষ হ’ এটাতো নেগেটিভ ছবি। মুক্তিযোদ্ধাদের বলছে, আবার তোরা মানুষ হ!’

পরে খান আতাকে উদ্দেশ্য করে বাচ্চু বলেন, ‘আরে তুই মানুষ হ। তাই না! তুই তো রাজাকার ছিলি।’ কয়েকদিন ধরে এ নিয়ে চলছে নানামুখী আলোচনা-সমালোচনা

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
খান আতা,বিরুদ্ধে,কথা,ফারুক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist