reporterঅনলাইন ডেস্ক
  ২২ সেপ্টেম্বর, ২০১৭

জয়ার ‘খাঁচা’ মুক্তি পেল

বাংলাদেশে জয়া আহসানের অভিনীত সর্বশেষ ছবি ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২’ মুক্তি পেয়েছিল ২০১৬ সালের এপ্রিল মাসে। এরপর কলাকাতায় তার অভিনীত ছবি মুক্তি পেলেও বাংলাদেশে কোনো ছবি মুক্তি পায়নি। দীর্ঘ এক বছর পর তার নতুন ছবি মুক্তি পেল। শুক্রবার দেশীয় সিনেমা হলগুলোতে মুক্তি পেল তার অভিনীত ছবি ‘খাঁচা’। যদিও মাত্র ছয়টি হলে মুক্তি পেয়েছে ছবিটি।

সরকারি অনুদানে নির্মিত এ ছবিটি ১৯৪৭ সালে দেশভাগের ওপর ভিত্তি করে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক রচিত ‘খাঁচা’ গল্প অবলম্বনে নির্মিত হয়েছে। ছবিটির সহ প্রযোজনা প্রতিষ্ঠান হচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম। এটি পরিচালনা করেছেন আকরাম খান। দেশভাগের পর পূর্ববঙ্গের হিন্দু পরিবারগুলোর ভারতে পাড়ি জমানোর গল্প নিয়ে এগিয়েছে সিনেমার কাহিনী।

ছবিটি প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘অবশ্যই দারুণ কিছু। আমার ধারণা আমরা ভালো শুটিং করেছি। এতে বিভিন্ন ধাপে আমার দু’তিনটা বয়সের চরিত্রে অভিনয় করতে হয়েছে। একদম ত্রিশ বছর থেকে শুরু করে সত্তর বছর বয়সী নারীর রূপে দেখা যাবে আমাকে।’ তিনি আরও বলেন, ‘এর আগে ৪৭ এর দেশভাগ নিয়ে তো আমাদের দেশে তেমন কোনো ছবি হয়েছে বলে আমার মনে পড়ে না। এমন গল্পের কারণেই মনে হচ্ছে ছবিটি অনেকের আগ্রহের কারণ হবে।’

ছবিটিতে জয়ার বিপরীতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম।আরও অভিনয় করছেন মামুনুর রশীদ, আতাউর রহমান, কায়েস চৌধুরী। এর দুটি গানে খালি গলায় কণ্ঠ দিয়েছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাগরিকা জাহান।

রাজধানী ঢাকার স্টার সিনেপ্লেক্স ছাড়া সিনেমাটি মুক্তি পাচ্ছে ছায়াবাণী (ময়মনসিংহ), লিবার্টি সিনেপ্লেক্স (খুলনা), মমতাজ (সিরাজগঞ্জ), টি কে সিনেপ্লেক্স (সিরাজদিখান) এবং কল্লোলে (মধুপুর)।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জয়া আহসান,জয়া,খাঁচা,অনুদানের ছবি,সিনেমা খাঁচা,হাসান আজিজুল হক
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist