reporterঅনলাইন ডেস্ক
  ২৩ জুলাই, ২০১৭

৩ চলচ্চিত্রে শাকিবের কাজ করতে বাধা নেই

চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে কাজ না করার বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের এক সিদ্ধান্ত তিনটি চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে স্থগিত করেছে হাইকোর্ট। একটি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষে দায়ের করা রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ রোববার রুলসহ এ আদেশ দেয়।

এই আদেশের ফলে ওই তিন চলচ্চিত্রে শাকিবের কাজ করায় কোনো আইনি বাধা থাকলো না বলে রিটকারী পক্ষের আইনজীবীদের দাবি। ওই তিন চলচ্চিত্র হলো—আমি নেতা হবো, মামলা হামলা ঝামেলা ও কথা দিয়ে কেউ কথা রাখে না। এগুলি নির্মাণ করছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।

চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৮টি সংগঠনের জোট বাংলাদেশ চলচ্চিত্র পরিবার গত ১৮ জুলাই শাকিবকে বয়কটের সিদ্ধান্তের কথা জানিয়ে ওই বিজ্ঞপ্তিটি জারি করে। তিনটি চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে ওই প্রেস বিজ্ঞপ্তির কার‌্যকারিতা স্থগিত চেয়ে আবেদনটি করেন শাপলা মিডিয়ার কর্ণধার মো. সেলিম খান।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শফিক আহমেদ। সঙ্গে ছিলেন ব্যারিস্টার এম মনিরুজ্জামান আসাদ। পরে মনিরুজ্জামান বলেন, শাপলা মিডিয়ার তিনটি চলচ্চিত্রে ওই বিজ্ঞপ্তির স্থগিত করায় সেগুলোর নির্মাণের কাজ শুরুতে আইনি বাধা নেই। ওই তিনটির মধ্যে একটি চলচ্চিত্রের নির্মাণকাজ ২৫ জুলাই থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

পিডিএসও/হেলাল​

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শাকিব খান,বাংলাদেশ চলচ্চিত্র পরিবার,হাইকোর্ট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist