reporterঅনলাইন ডেস্ক
  ১৬ জুলাই, ২০১৭

এবার রাজনীতি নিয়ে নোংরা রাজনীতি!

এবার অপু বিশ্বাসের রাজনীতি সিনেমা নিয়ে শুরু হয়েছে নোংরা রাজনীতি। অর্থাৎ কে বা কারা ইউটিউবের কয়েকটি চ্যানেলে ছবিটি প্রকাশ করে দিয়েছে! যা খুবই দুঃখজনক বলে দাবি কারেছেন ছবির অন্যতম চরিত্র অপু বিশ্বাসেরই। গণমাধ্যমের সঙ্গে আলাপে এমনটাই অভিযোগ করেন তিনি। ঈদে ঢাকার একটিসহ সারাদেশের ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় বুলবুল বিশ্বাস পরিচালিত প্রথম সিনেমা ‘রাজনীতি’। দর্শক আগ্রহে মুক্তির দ্বিতীয় সপ্তাহ থেকে সিনেমার প্রদর্শনী সংখ্যা বাড়তে থাকে। সেই সুবাদে সারাদেশে এখন শ খানেক প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। প্রেক্ষাগৃহ বাড়ার সংখ্যা যেখানে অনেক বেশি আনন্দের হতে পারত, পাইরেসি হয়ে যাওয়ায় সিনেমা-সংশ্লিষ্ট ব্যক্তিরা ততটাই হতাশ ও ক্ষুব্ধ। অপু ছাড়াও অন্য অভিনয়শিল্পীরা হলেন শাকিব খান, আনিসুর রহমান মিলন প্রমুখ।

এদিকে পাইরেসির খবরে ভীষণভাবে হতাশ ও ক্ষুব্ধ নির্মাতা বুলবুলও। আজ রোববার দুপুরে তিনি বলেন, এটা অনেক বড় একটা অপরাধ। এই সিনেমা নিয়ে শুরু থেকে আমাকে নানা চাপ সহ্য করতে হয়েছে। মুক্তির আগে আমরা কিন্তু সিনেমার পাইরেসি রোধের ফিও জমা দিয়েছি। কঠোর আইন থাকার পরও কীভাবে পাইরেসি হয়, তা আমি বুঝতে পারছি না। তাহলে আইন থাকার দরকারই বা কী। সিনেমার প্রযোজকের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে ভাবা হচ্ছে। পাইরেটেড কপি ইউটিউব থেকে সরানোর জন্যও চেষ্টা চলছে।

অপু বিশ্বাস বলেন, একটি সিনেমা প্রেক্ষাগৃহে যাওয়া পর্যন্ত আমাদের অনেক কষ্ট করতে হয়। এরপর যখন শুনি, কে বা কারা পাইরেসি করে সিনেমাটি ইউটিউবে প্রকাশ করে দিয়েছে, তা অনেক বেশি আহত করে। যারা এমন ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত, তাদের প্রতি ঘৃণা জানানোর ভাষা আমার জানা নেই। শুধু এটুকু বলব, আমি খুবই বিরক্ত। বহুদিন পর আমি দর্শকের সামনে নতুন একটি সিনেমা নিয়ে ফিরলাম, সেই সিনেমার সঙ্গে এমনটা মানতে কষ্ট হচ্ছে।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাজনীতি,নোংরা রাজনীতি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist