reporterঅনলাইন ডেস্ক
  ২১ মার্চ, ২০১৭

কে এই মালবিকা?

সময়টা ভাল যাচ্ছে না দীপিকা পাড়ুকোনের। একদিকে ‘পদ্মাবতী’র সেটে একের পর এক হামলা। অন্যদিকে বলিউডে জোর গুজব, বয়ফ্রেন্ড রণবীর সিংহের সঙ্গে নাকি ছাড়াছাড়ি হয়েছে নায়িকার। সুখবর বলতে শুধু ট্রিপল এক্স-এর সাফল্য।

কিন্তু, সেই রেশ কাটতে না কাটতেই আরো এক দুঃসংবাদ। অস্কার বিজয়ী চিত্রপরিচালক মাজিদ মাজিদির ছবি থেকে বাদ পড়লেন দীপিকা পাড়ুকোন।

বলিউডে নাম্বার ওয়ান জায়গাটা অনেকদিন ধরেই নিজের দখলে রেখেছেন দীপিকা। বলি-হলি মিলিয়ে নিজের জায়গাটা বেশ পাকাও করে ফেলেছিলেন। কিন্তু, এর মধ্যেই তাল কেটে গেল একটু। শোনা যাচ্ছিল, ইরানের অস্কারজয়ী পরিচালক মাজিদ মাজিদির পরবর্তী ছবির জন্য অডিশন দিয়েছেন দীপিকা। অভিনয়ের কথাও প্রায় পাকা। কিন্তু, হঠাৎই ক্লিন বোল্ড হয়ে গেলেন। সৌজন্যে মালবিকা মোহনন। মালয়ালী এ মেয়ের কাছেই হারতে হলো দীপিকাকে। কে এই মালবিকা?

>বিখ্যাত সিনেমাটোগ্রাফার কে ইউ মোহননের মেয়ে মালবিকা। ডন, রইস, ফুকরে, তালাশ-এর মতো ছবির সিনেমাটোগ্রাফি করেছেন কে ইউ মোহনন।

>কেরলের কন্নুড় জেলার পয়ানুরের বাসিন্দা মালবিকা। ছোট থেকে মুম্বাইয়ে বেড়ে ওঠা।

>কলেজে পড়ার সময় ইভটিজিংয়ের বিরুদ্ধে ‘চপ্পল মারুঙ্গি’ প্রচারের সঙ্গে জড়িত ছিলেন।

>ফ্যাশনের প্রতি ভালোবাসা ছিল প্রথম থেকেই। নিজের ফ্যাশন ব্লগও খোলেন মালবিকা। নাম দেন, ‘দ্য স্কারলেট উইন্ডো’।

>২০১৩-তে প্রথম মালয়ালম ছবি ‘পট্টম পোলে’-তে অভিনয় করেন মালবিকা।

>প্রথম ছবিতেই নজর কাড়েন তিনি। তার অভিনয়ও যথেষ্ট প্রশংসিত হয়।

>এরপর ২০১৫ তে ‘নির্ণায়াকাম’ ছবিতে অভিনয় করেন।

>এ ছবিতে অভিনয়ের জন্য স্পেশ্যাল জুরি অ্যাওয়ার্ড পান তিনি।

>হাতে রয়েছে বেশ কিছু ছবির অফার। মালয়ালম ছবি ‘দ্য গ্রেট ফাদার’-এর পোস্ট প্রডাকশনের কাজ চলছে।

>মালয়ালম ছবি ‘অ্যাঞ্জেলিন’ ছবিতেও অভিনয় করছেন মালবিকা।

>সম্প্রতি মাজিদ মাজিদি’র ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ ছবির জন্য নির্বাচিত হয়েছেন তিনি।

>এ ছবিতেই কাজ করার কথা চলছিল দীপিকা পাড়ুকোনের।

>তবে, কেন হঠাৎ ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ থেকে বাদ পড়লেন দীপিকা, তা জানা যায়নি।

>বাঙালি অভিনেতা-পরিচালক গৌতম ঘোষও অভিনয় করবেন ছবিটিতে।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মালবিকা,কে?
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist