reporterঅনলাইন ডেস্ক
  ১৬ জানুয়ারি, ২০১৭

অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তুখোড়

মিজানুর রহমান লাবুর প্রথম সিনেমা ‘তুখোড়’। যার ট্যাগ লাইন রাখা হয়েছে ‘অপারেশন ক্ল্যাব ডি’। পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্য লিখেছেন পরিচালক। কাহিনি ও সংলাপ লিখেছেন মাহমুদুল হক রাজীব।

এই ছবির মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে নায়ক হিসেবে পদার্পন করতে যাচ্ছেন নবাগত শিবলী নওমান। ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন এই নবাগত। প্রথম ছবিতেই শিবলীকে দেখা যাবে তিন নায়িকার বিপরীতে। তারা হলেন কলকাতার রাতাশ্রী দত্ত, লাক্স সুন্দরী সোমা ও সাদিয়া।

‘তুখোড়’ মূলতঃ থ্রিলার ঘরানার চলচ্চিত্র। নির্মাতার দাবি, এটি মৌলিক গল্পের। আর এটাকেই সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখছেন মিজানুর রহমান লাবু। তার মতে, ‘মৌলিক গল্পই পারে চলচ্চিত্রের দর্শককে হলে ফিরিয়ে আনতে। মৌলিক গল্পই পারে ইন্ডাষ্ট্রির সোনালি দিন ফিরিয়ে আনতে।’

২০ জানুয়ারি সারাদেশের ৬০টি হলে মুক্তি পাবে ‘তুখোড়’। এতে বেশ আনন্দিত প্রযোজক ও পরিচালক। পরিচালক জানান, ‘হল সংখ্যা আরো বাড়াতে পারতাম। তবে ঝুঁকি নিতে চাই না। দর্শক গ্রহণ করলে দ্বিতীয় সপ্তাহে হল বাড়বে।’

শিবলী-রাতাশ্রী ছাড়াও ছবির গুরুত্বপূর্ণ কিছু চরিত্রে অভিনয় করেছেন শক্তিশালী অভিনেতা আলীরাজ, বাপ্পারাজ এবং শিমুল খান। এছাড়াও দেখা যাবে রহমতউল্লাহ, মাহমুদুল ইসলাম মিঠু, টুটুল চৌধুরী, রাশেদ মামুন ও শায়েরীকে। এদিকে ছবির একটি ক্লাব সং-এ পারফর্ম করতে দেখা যাবে সানজানা মিতুকে।

‘তুখোড়’ ছবিতে গান আছে চারটি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, তানভীর আলম সজীব, সামিরা জুবেরী হিমিকা, ঐশী এবং কলকাতার শিল্পী জোজো। সংগীত পরিচালনা করেছেন বেলাল খান, তানভীর আলম সজীব এবং কলকাতার প্রসেনজিত চট্টোপাধ্যায়। টাইটেল সং করেছেন প্রত্যয় খান। যেখানে কণ্ঠ দিয়েছেন রাজ্জাক দেওয়ান, পারভেজ ও আরিফ।

পজেটিভ সিস্টেম্স এন্ড সাপোর্টস’র ব্যানারে ‘তুখোড়’ প্রযোজনা করেছেন এহতেশামুল হক সানজিব। সহযোগী পরিচালক হিসেবে ছিলেন সোহেল রানা পার্থ।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
তুখোড়,অর্ধশতাধিত প্রেক্ষাগৃহ,মুক্তি পাচ্ছে
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist