কলকাতা প্রতিনিধি

  ০৩ জুলাই, ২০২০

কোরিওগ্রাফার সরোজ খান আর নেই

বলিউডের প্রখ্যাত কোরিওগ্রাফার সরোজ খান

প্রয়াত হয়েছেন কোরিওগ্রাফার সরোজ খান। ৭১ বছর বয়সে বৃহস্পতিবার রাত আড়াইটায় মুম্বাইয়ে গুরুনানক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।

চিকিৎসক জানিয়েছেন, কার্ডিয়াক আরেস্টে মৃত্যু হয়েছে তিনবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত কোরিওগ্রাফার সরোজ খানের।

২০ জুন শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। স্বাভাবিকভাবেই কোভিড পরীক্ষা করা হয় তার। তবে, রিপোর্ট নেগেটিভ আসে। ২৪ জুন পরিবারের পক্ষ থেকে জানানো হয়, পর্যবেক্ষণে থাকলেও শারীরিক অবস্থার উন্নতি হয়েছে সরোজ খানের। আগামী কয়েক দিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হবে। কিন্তু বুধবার রাত থেকে অবস্থার অবনতি হয়।

সরোজ খানের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বলিউড। প্রায় চার দশক ধরে বলিউডের সঙ্গে জড়িত ছিলেন। দুই হাজারেরও বেশি গানে কোরিওগ্রাফি করেছিলেন। মিস্টার ইন্ডিয়া, চাঁদনী, দিল ওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, দেবদাসের মতো সিনেমায় কোরিওগ্রাফার ছিলেন তিনি।

বহু বছর বিরত নেওয়ার পর কলঙ্ক সিনেমায় সরোজ খানের পছন্দের অভিনেত্রী মাধুরী দীক্ষিতের সঙ্গে কাজ করেছিলেন। এটি ছিল তার শেষ কাজ।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কোরিওগ্রাফার,সরোজ খান,বলিউড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close