কলকাতা প্রতিনিধি

  ০৪ জুন, ২০২০

চিত্রপরিচালক বাসু চট্টোপাধ্যায় মারা গেছেন

প্রয়াত কিংবদন্তী পরিচালক এবং চিত্রনাট্যকার বাসু চট্টোপাধ্যায়। তার বয়স হয়েছিল ৯৩ বছর। ছোটি সি বাত, রজনীগন্ধা, বাতো বাতো মে, চামেলি কি শাদি, এক রুকা হুয়া ফয়সালাসহ একাধিক জনপ্রিয় ছবির পরিচালনা করেন বাসু। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সিনে মহলে।

ফিল্মমেকার অ্যান্ড ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টিভি ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক পণ্ডিত নিজের ট্যুইটার হ্যান্ডেলে বাসু চট্টোপাধ্যায়ের প্রয়াণের খবর প্রকাশ করেন। বাসুর মৃত্যু সিনেমা জগতের এক অপূরণীয় ক্ষতি বলেও উল্লেখ করেন অশোক পণ্ডিত।

বৃহস্পতিবার মুম্বাইয়ে মৃত্যু হয় বাসু চট্টোপাধ্যায়ের। পারিবারিক সুত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে শিল্প মহলেও নেমে এসেছে শোকের ছায়া।

১৯৩০ সালে রাজস্থানের অজমের শহরে জন্ম হয় বাসুর। তার পরিচালিত বিখ্যাত সিনেমাগুলি হলো—সারা আকাশ, পিয়া কে ঘর, খাট্টা মিঠা, চক্রব্যুহ, বাতো বাতো মে, জিনা ইহা, আপনে পেয়ারে। দূরদর্শনে প্রচারিত জনপ্রিয় টিভি সিরিজ ব্যোমকেশ বক্সি এবং রজনি-ও তারই পরিচালনা।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাসু চট্টোপাধ্যায়
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close