কলকাতা প্রতিনিধি

  ০১ জুন, ২০২০

সংগীত পরিচালক ওয়াজিদ খান আর নেই

তার মৃত্যুতে ভেঙে গেল বলিউডের বিখ্যাত মিউজিক কম্পোজ সাজিদ-ওয়াজিদ জুটি

প্রয়াত সংগীত পরিচালক ওয়াজিদ খান। ৪২ বছর বয়সে রোববার গভীর রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে মৃত্যু হয়েছে তার।

জানা গিয়েছে, কিডনির সমস্যায় ভুগছিলেন ওয়াজিদ খান। কয়েক বছর আগেও এই সমস্যার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার মৃত্যুতে ভেঙে গেল বলিউডের বিখ্যাত মিউজিক কম্পোজ সাজিদ-ওয়াজিদ জুটি।

সংগীত পরিচালক সেলিম মার্চেন্ট জানিয়েছেন, কয়েকমাস আগে কিডনির ট্রান্সপ্লান্ট করা হয় ওয়াজিদ খানের। কিন্তু কিছুদিন আগে কিডনির সমস্যা শুরু হলে সুরানা হাসপাতালে ভর্তি করা হয়। গত ৪ দিন ধরে ভেন্টিলেটর রাখা হয়েছিল। কিডনি ছাড়াও বেশকিছু সমস্যা ছিল তার।

সংগীত পরিচালকের মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। ১৯৯৮ সালে সালমান খানের ছবি প্যার কিয়া তো ডারনা কিয়া দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল সাজিদ-ওয়াজিদ জুটির। এরপরে গর্ব, তেরে নাম, তুমকো না ভুল পায়েঙ্গে, পার্টনার, এক থা টাইগার, দাবাং-এর মতো ব্লকবাস্টার সিনেমার সংগীত পরিচালনা করেছেন এই বিখ্যাত জুটি।

সংগীত পরিচালনার সঙ্গে সঙ্গে সালমানের মেরা হি জলওয়া, ফেভিকল সে, অক্ষয় কুমারের চিন্তা তা চিটা চিটা গানে গলা মিলিয়েছিলেন ওয়াজিদ খান। সম্প্রতি, ইউটিউবে সালমানের গান প্যার করোনা ও ভাই ভাইয়ে সুর দিয়েছিলেন তিনি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বলিউড,সংগীত পরিচালক,ওয়াজিদ খান
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close