reporterঅনলাইন ডেস্ক
  ২৬ ফেব্রুয়ারি, ২০২০

পদ্মশ্রীপ্রাপ্ত নর্তকী নটরাজকে সংবর্ধনা দেবে ‘বন্ধু’

পদ্মশ্রীর মতো রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছেন ভরতনাট্যম গুরু ড. নর্তকী নটরাজ। সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ‘বন্ধু’র আমন্ত্রণে শুক্রবার ঢাকায় আসছেন তিনি।

একজন ট্রান্সজেন্ডার হয়ে ‘পদ্মশ্রী’র মতো রাষ্ট্রীয় সম্মাননা পাওয়ায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় যাদুঘরের মূল মিলনায়তনে ড. নর্তকী নটরাজকে সংবর্ধনা দেবে বন্ধু।

বন্ধু সংগঠনের পাবলিক রিলেশন ও কমিউনিকেশনের দায়িত্বে থাকা রুহুল রবিন খান তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবর্ধনার পর শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত শাহবাগের যাদুঘরে সৌজন্য নৃত্য পরিবেশন করবেন ড. নর্তকী নটরাজ।

উল্লেখ্য, ভরতনাট্যম গুরু ড. নর্তকী নটরাজ সংস্কৃতি (নৃত্যে) ক্ষেত্রে তার অবদানের জন্য ২০১৯ সালে ভারত সরকারের কাছ থেকে ‘পদ্মশ্রী’ সম্মাননা লাভ করেন। একজন ট্রান্সজেন্ডার (হিজড়া) জনগোষ্ঠীর সদস্য হিসেবে ড. নর্তকী নটরাজ সারা বিশ্বে প্রথম এরকম রাষ্ট্রীয় সম্মাননা অর্জন করেছেন।

বাংলাদেশের ট্রান্সজেন্ডার (হিজড়া) জনগোষ্ঠীর মধ্যে আত্ম-সচেতনতা তৈরি করতেই এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু)।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নর্তকী নটরাজ,পদ্মশ্রী,ভরতনাট্যম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close