reporterঅনলাইন ডেস্ক
  ১৭ ফেব্রুয়ারি, ২০২০

নায়ক মান্নার স্মরণে এফডিসিতে দোয়া মাহফিল

চিত্রনায়ক মান্না ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান। এই নায়কের ১২তম মৃত্যুবার্ষিকী সোমবার। এই দিনটিতে নায়ক মান্নাকে স্মরণ করে বিএফডিসিতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এছাড়া উত্তরায় মান্নার নিজ বাসভবনে বাদ আসর দোয়া ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে বলে নায়ক মান্না ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়।

সোমবার তার রূহের মাগফেরাত কামনা করে এফডিসিতে বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন হয়।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘শিল্পী সমিতির পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।শিল্পী সমিতির অন্যতম সদস্য মান্না ভাই, তিনি সাধারণ সম্পাদক হিসেবে কাজ করার সময় আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন উনাকে ভালো রাখেন।’

১৯৮৪ সালে তিনি ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে চলচ্চিত্রে আসেন। এরপর আজহারুল ইসলাম খানের ‘তওবা’ ছবিতে অভিনয় করেন। পরে কাজী হায়াতের সঙ্গে থেকে একের পর এক চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে সেরা নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেন মান্না।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মান্না,নায়ক মান্না,দোয়া মাহফিল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close