reporterঅনলাইন ডেস্ক
  ১১ ডিসেম্বর, ২০১৯

‘ইট মাস্ট হ্যাভ বিন লাভ’ খ্যাত শিল্পীর মৃত্যু

সুইডেনের শিল্পী মেরি ফ্রেড্রিকসন

চলে গেলেন রক্সিট-শিল্পী মেরি ফ্রেড্রিকসন (marie fredriksson)। ক্যান্সারের সঙ্গে ১৭ বছর লড়াই করে ৯ ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬১ বছর।

‘ইট মাস্ট হ্যাভ বিন লাভ’ খ্যাত এই শিল্পীর মৃত্যুর কথা নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্যরা। মেরির ব্যান্ড রক্সিটয়ের অন্য সদস্যরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

ব্যান্ডের সদস্য প্যার গেজেল বলেন, মেরি জীবনকে ভালোবাসত। তার অসাধারণ কণ্ঠ দিয়ে সেই ভালোবাসাকে সুরে পরিণত করত। সময় এত দ্রুত চলে গেল যে, মেরির মতো একজন বরেণ্য শিল্পীকে আমরা হারিয়ে ফেললাম! মেরিকে নিশ্চয়ই তার ভক্তরা কখনো ভুলবে না। সঙ্গীও মেরিকে ভুলবে না। মেরিকে ধন্যবাদ তার কালজয়ী গানগুলোর জন্য।

প্রসঙ্গত, মেরি ফ্রেড্রিকসন মস্তিষ্ক টিউমারজনিত অসুস্থতায় ভুগছিলেন। সেটি ক্যান্সারে রুপ নিলে ১৭ বছর ধরে জীবনমৃত্যুর সঙ্গে লড়াই করেন সুইডেনের এই শিল্পী।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইট মাস্ট হ্যাভ বিন লাভ,রক্সিট,শিল্পী,মেরি ফ্রেড্রিকসন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close