বিনোদন প্রতিবেদক

  ১১ অক্টোবর, ২০১৯

আজ চ্যানেল আইয়ে ‘বাবার কেটলি’

ফজর আলী গ্রামের সহজ-সরল ছেলে। সবাই তাকে নিয়ে মজা করে। তিন বছর আগে তার বাবা মারা যান। যদিও ফজর আলী বাবার চিকিৎসার জন্য জমিজমা বিক্রি করে দিয়েছিল।

তার বাবার একটা চায়ের দোকান ছিল। দোকানটা তেমন ভালো চলত না। এ নিয়ে তার প্রেমিকা তাকে বকাঝকা করত। এরপর হঠাৎ একটা ঘটনা ঘটে গেল।

গ্রামে বেড়াতে আসা শহর থেকে দুটো ছেলে চায়ের দোকানের একটা ভিডিও তুলে ফেসবুকে ছেড়ে দেয়। ভিডিও ভাইরাল হলে ফজর আলীর জীবনের মোড় ঘুরে যায়। ফজর ভাবে, বাবার দেওয়া কেটলিই তার জীবনে পরিবর্তনে ভূমিকা রেখেছে।

এমন একটি গল্প নিয়েই এগিয়েছে ‘বাবার কেটলি’ শিরোনামের একটি টেলিছবির দৃশ্য। সাইফুর রহমান কাজলের রচনায় টেলিছবি নির্মাণ করেছেন সাখাওয়াত মানিক। এতে ফজর আলীর চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র।

এছাড়াও আছেন মনিরা মিঠু, কচি খন্দকার, তানজিম অনিক, মিম, এস এম আশরাফুল আলম, স্বাধিন, সুমনসহ অনেকেই।

নির্মাতা সূত্রে জানা গেছে. ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় টেলিছবিটি আজ বিকেল ৩টায় চ্যানেল আইয়ে প্রচারিত হবে।

পিডিএসও/নেহাল/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাবার কেটলি,অ্যালেন শুভ্র,টেলিফিল্ম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close