বিনোদন প্রতিবেদক

  ২৭ সেপ্টেম্বর, ২০১৯

এটিএম শামসুজ্জামানের চোখে অস্ত্রোপচার রোববার

দীর্ঘ চার মাসেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বেশখানিকটা সুস্থ হয়েই বাসায় ফিরেন অভিনেতা এ টি এম শামসুজ্জামান। চলতি মাসের শুরুতে বাসায় ফেরার আগে থেকেই এ টি এম শামসুজ্জামান চোখে কম দেখেন। বাসায় ফেরার পর দুই চোখে এ টি এম শামসুজ্জামান খুব কমই দেখছেন।

তার সহধর্মিণী রুনী জামান জানান, এরই মধ্যে কলকাতা গিয়েও চোখের চিকিৎসা করার কথা ছিল। কিন্তু শরীরের অবস্থা ভালো না বিধায় আপাতত কলকাতায় নেওয়া সম্ভব হচ্ছে না। তাই ঢাকাতেই চোখের চিকিৎসা করতে হচ্ছে। রাজধানীর বসুন্ধরায় অবস্থিত আই হসপিটালের ডাক্তার সালেহ আহমেদকে দেখানো হয়েছে। আগামী রোববার সকালে এ টি এম শামসুজ্জামানের চোখে অপারেশন করা হবে বলে জানান রুনী জামান।

এ টি এম শামসুজ্জামান দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে এবং দেশবাসীর দোয়ায় এখন শারীরিকভাবে অনেকটাই সুস্থ আছি। চোখের সমস্যাটাও যেন দূর হয়ে যায়, এই দোয়া চাই সবার কাছে। কারণ মানুষের দোয়া আর ভালোবাসাতেই আমি সবার মাঝে, আমার পরিবারের কাছে আমি ফিরে এসেছি। ধন্যবাদ জানাই আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তিনি একজন শিল্পীবান্ধব প্রধানমন্ত্রী, যার প্রমাণ তিনি বারবার দিচ্ছেন। তার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই।’

এদিকে গেল ১০ সেপ্টেম্বর ছিল এ টি এম শামসুজ্জামানের জন্মদিন। সেদিন তার বাসায় তাকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন চিত্রনায়িকা শাবনাজ, পপি, রোজী সেলিম, রওনক হাসান, মীর সাব্বির, মৌটুসী বিশ্বাসসহ আরো অনেকে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এটিএম শামসুজ্জামান,চোখে অস্ত্রোপচার,চোখের চিকিৎসা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close