reporterঅনলাইন ডেস্ক
  ১৬ আগস্ট, ২০১৯

জন্মদিনে প্রকাশ পেল আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডশিল্পী ও গিটারিস্ট প্রয়াত আইয়ুব বাচ্চুর ৫৭তম জন্মদিন আজ। ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম শহরে জন্ম হয় আইয়ুব বাচ্চুর। গত বছরের ১৮ অক্টোবর সবাইকে কাঁদিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় এই শিল্পী।

এদিকে ১৪ বছর আগে অ্যালবামে প্রকাশের জন্য ২০০৫ সালে রেকর্ড করা হয়েছিল আইয়ুব বাচ্চুর গাওয়া একটি গান ‘ভাবসূত্র’। তবে সেটি তখন প্রকাশিত হয়নি। শুক্রবার কিংবদন্তির জন্মদিনে বিকাল ৪টায় টানা ১৪ বছর পর সেই গান প্রকাশ করলো প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক।

‘ভাবসূত্র’-এর কথা লিখেছেন মারজুক রাসেল। সুর-সংগীতায়োজন করেছিলেন আইয়ুব বাচ্চু নিজেই। এটির রি-মাস্টারিং করেছেন আনিসুজ্জামান আনিস।

প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের কর্ণধার সুলতান মাহমুদ বাবুল বলেন, ‘গানটি অনেক আগে তৈরি করা। সেদিন হঠাৎ মারজুক রাসেল আমাকে বিষয়টি মনে করিয়ে দেন। এরপর খোঁজাখুঁজি করে এটি বের করেছি। নতুনভাবে মাস্টারিংও করতে হয়েছে।’

তিনি আরও জানান, ফুটেজ স্বল্পতার কারণে ভিডিও তৈরি করা সম্ভব হয়নি। তাই লিরিক্যাল ভিডিও হিসেবে এটি প্রকাশ করা হয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আইয়ুব বাচ্চু,জন্মদিন,অপ্রকাশিত গান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close