reporterঅনলাইন ডেস্ক
  ১০ আগস্ট, ২০১৯

ঈদে হানিফ সংকেতের ‘অজ্ঞ-বিজ্ঞ সমাচার’

জনপ্রিয় টিভি ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ উপস্থাপনা করার সুবাদে শহর-গ্রাম, পাড়া-মহল্লা সবখানেই ব্যাপক পরিচিত একটি নাম হানিফ সংকেত। তার ‘ইত্যাদি’র প্রতি পর্বে উঠে আসে সমাজের নানা অসংগতি। সঙ্গে থাকে কিছু শিক্ষণীয় বিষয়।

পাশাপাশি দুই ঈদে দুটি নাটকও তিনি নির্মাণ করেন। সেখানেও সমাজ ও পরিবারের জন্য থাকে কোনো না কোনো বার্তা।

সেই ধারাবাহিকতায় আসন্ন ঈদুল আযহায়ও একটি নাটক নিয়ে হাজির হচ্ছেন হানিফ সংকেত। নাম ‘অজ্ঞ-বিজ্ঞ সমাচার’। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনাও করেছেন হানিফ সংকেত। এছাড়া সূচনা সংগীতের সুরও তিনি করেছেন।

নাটকটি প্রসঙ্গে হানিফ সংকেত বলেন, ‘প্রতিবারের মতো এবারও আমার নাটকটি গড়ে উঠেছে একটি পরিবারকে কেন্দ্র করে।’

নাটকটির দৃশ্যধারণ করা হয়েছে মিরপুরের ফাগুন অডিও ভিশনের নিজস্ব কমপ্লেক্সে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির, জাকিয়া বারী মম ও নিমা রহমান সহ অনেকে।

নাটকটি ঈদের দিন রাত সাড়ে আটটায় এটিএন বাংলায় প্রচারিত হবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হানিফ সংকেত,অজ্ঞ-বিজ্ঞ সমাচার,নাটক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close