reporterঅনলাইন ডেস্ক
  ০৫ জুলাই, ২০১৯

সৌদিতে র‌্যাপ শিল্পীর কনসার্ট নিয়ে বিতর্ক

সৌদি আরবে আগামী ১৮ জুলাই পারফর্ম করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের র‌্যাপ সংগীত শিল্পী নিকি মিনাজ। জেদ্দার পশ্চিমাঞ্চলে হবে এই কনসার্ট। জেদ্দায় চলমান কালচারাল ফ্যাস্টিভাল উপলক্ষে আয়োজন করা হয়েছে এই কনসার্টের।

ওই কনসার্টে অংশ নেয়ার বিষয়ে টুইটারে জানান নিকি মিনাজ। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে বিতর্ক। কারণ, হজ উপলক্ষে সারা বিশ্ব থেকে মুসলমানরা সৌদি আশা শুরু করেছেন, তখন কনসার্ট আয়োজনের বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না সাধারণ মুসলিমরা।

খোলামেলা পোশাক, নৃত্য ও গানের কথা নিয়ে এ শিল্পীর বিতর্ক রয়েছে। এই ধরনের একজন সঙ্গীত শিল্পিকে এই সময়ে আমন্ত্রণ জানানোয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ক্ষোভ প্রকাশ করেন তারা। ওই অনুষ্ঠানে ব্রিটিশ সঙ্গীত শিল্পি লিয়াম পাইন ও আমেরিকান ডিজে স্টিভ আওকিও থাকবেন।

এদিকে সৌদি আরবের মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশের বয়সই ৩০ এর নীচে। তাই নিকি মিনাজের কনসার্টকে অনেক তরুণ-তরুণীরা স্বাগত জানিয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
র‌্যাপ শিল্পী,নিকি মিনাজ,সৌদি আরব,কনসার্ট
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close