reporterঅনলাইন ডেস্ক
  ২৫ জানুয়ারি, ২০১৯

লাইফ সাপোর্টে সংগীত পরিচালক আলাউদ্দীন আলী

বাংলা গানের জনপ্রিয় গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও বাদ্যযন্ত্রশিল্পী আলাউদ্দীন আলীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন তিনি।

লাইফ সাপোর্ট নেয়ার পর মেকানিক্যাল ভেন্টিলেটর মেশিন যুক্ত করার পর আলাউদ্দীন আলীর শারীরিক অবস্থা কিছুটা স্থির রয়েছে। তবে সেটি উল্লেখ করার মতো নয়। আগামী ২৪ ঘণ্টা তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ। জানিয়েছেন চিকিৎসক।

অনেকদিন ধরেই ফুসফুস ক্যান্সারসহ বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছেন তিনি।

এর আগে গত মঙ্গলবার দিনগত রাত ১১টার দিকে তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। আলাউদ্দীন আলীকে সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়।

আলাউদ্দীন আলী একাধারে সংগীত পরিচালক, সুরকার, বেহালাবাদক ও গীতিকার। গান লিখে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। আলাউদ্দীন আলী বাংলা গান, বিশেষ করে বাংলা চলচ্চিত্রে অসংখ্য শ্রোতাপ্রিয় গান সৃষ্টি করেছেন। বহু গুণে গুণান্বিত এই মানুষটির জন্ম ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর, মুন্সীগঞ্জের বিক্রমপুরের টঙ্গীবাড়ী থানার বাঁশবাড়ী গ্রামে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আলাউদ্দীন আলী,সংগীত পরিচালক,সুরকার,লাইফ সাপোর্ট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close