reporterঅনলাইন ডেস্ক
  ১৭ জানুয়ারি, ২০১৯

বাবার বিরুদ্ধে মামলা করলেন রিয়ানা!

নিজের বাবার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন মার্কিন গায়িকা রিয়ানা। একই অভিযোগ করেছেন তার ব্যবসায়িক অংশীদারের বিরুদ্ধেও। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

রিয়ানা নামে সারা বিশ্বব্যাপী সুপরিচিত এই গায়িকার আসল নাম রবিন রিয়ানা ফেন্টি। রিয়ানা জনপ্রিয় ‘ফেন্টি’ ব্র্যান্ডে একটি কসমেটিক ব্র্যান্ড চালু করেন। পাশাপাশি তার একটি অন্তর্বাস পণ্য লাইন আছে।

রিয়ানার অভিযোগ, তার বাবা রোনাল্ড ফেন্টি ও ব্যবসায়িক অংশীদার মোসেস পারকিন তার ব্র্যান্ডের নাম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ উপার্জন করেছেন।

মামলা প্রসঙ্গে রিয়ানার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ‘যদিও ফেন্টি রিয়ানার বাবা, তবুও তার কখনই রিয়ানার নাম, ব্যক্তিগত সম্পত্তি ও জনপ্রিয়তা ব্যবহার করার ক্ষমতা ছিল না। একইভাবে পারকিনকেও রিয়ানার নাম ব্যবহার করার কোনো ক্ষমতা দেওয়া হয়নি।’

মামলায় বলা হয়েছে, রিয়ানাকে না জানিয়েই ২০১৭ সালে ফেন্টি ও পারকিন ‘ফেন্টি এন্টারটেইনমেন্ট’ নামে একটি প্রোডাকশন ও ট্যালেন্ট কোম্পানি চালু করেন। ৩০ বছর বয়সী এই গায়িকার তরফ থেকে ফেন্টি ও পারকিনকে বারবার তার নামকে ব্যবহার করা বন্ধ করতে বলা হয়েছিল। সর্বশেষ একটি রিসোর্ট হোটেলের মাধ্যমে রিয়ানার ‘ফেন্টি’ নামটি ব্যবহারে ব্যর্থ প্রচেষ্টা করেছেন।

মামলায় আরও বলা হয়, রিহানার নামে ১৫ মিলিয়ন ডলারে ল্যাটিন আমেরিয়ায় ১৫টি শো বুক করেছেন তার বাবা ও পারকিন। এছাড়া যুক্তরাষ্ট্রের স্টেপেলস সেন্টার ও টি মোবাইল এরেনা সেটে ১৫ মিনিটের দুটি শো ৪ লাখ ডলারে বুক করেন তারা।

প্রতারণার অভিযোগ তুলেছেন মার্কিন গায়িকা রিয়ানা। একই অভিযোগ করেছেন তার ব্যবসায়িক অংশীদারের বিরুদ্ধেও। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

রিয়ানা নামে সারা বিশ্বব্যাপী সুপরিচিত এই গায়িকার আসল নাম রবিন রিয়ানা ফেন্টি। রিয়ানা জনপ্রিয় ‘ফেন্টি’ ব্র্যান্ডে একটি কসমেটিক ব্র্যান্ড চালু করেন। পাশাপাশি তার একটি অন্তর্বাস পণ্য লাইন আছে।

রিয়ানার অভিযোগ, তার বাবা রোনাল্ড ফেন্টি ও ব্যবসায়িক অংশীদার মোসেস পারকিন তার ব্র্যান্ডের নাম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ উপার্জন করেছেন।

মামলা প্রসঙ্গে রিয়ানার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ‘যদিও ফেন্টি রিয়ানার বাবা, তবুও তার কখনই রিয়ানার নাম, ব্যক্তিগত সম্পত্তি ও জনপ্রিয়তা ব্যবহার করার ক্ষমতা ছিল না। একইভাবে পারকিনকেও রিয়ানার নাম ব্যবহার করার কোনো ক্ষমতা দেওয়া হয়নি।’

মামলায় বলা হয়েছে, রিয়ানাকে না জানিয়েই ২০১৭ সালে ফেন্টি ও পারকিন ‘ফেন্টি এন্টারটেইনমেন্ট’ নামে একটি প্রোডাকশন ও ট্যালেন্ট কোম্পানি চালু করেন। ৩০ বছর বয়সী এই গায়িকার তরফ থেকে ফেন্টি ও পারকিনকে বারবার তার নামকে ব্যবহার করা বন্ধ করতে বলা হয়েছিল। সর্বশেষ একটি রিসোর্ট হোটেলের মাধ্যমে রিয়ানার ‘ফেন্টি’ নামটি ব্যবহারে ব্যর্থ প্রচেষ্টা করেছেন।

মামলায় আরও বলা হয়, রিহানার নামে ১৫ মিলিয়ন ডলারে ল্যাটিন আমেরিয়ায় ১৫টি শো বুক করেছেন তার বাবা ও পারকিন। এছাড়া যুক্তরাষ্ট্রের স্টেপেলস সেন্টার ও টি মোবাইল এরেনা সেটে ১৫ মিনিটের দুটি শো ৪ লাখ ডলারে বুক করেন তারা।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাবার বিরুদ্ধে,মামলা,রিয়ানা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close