reporterঅনলাইন ডেস্ক
  ১০ জানুয়ারি, ২০১৯

আজ শুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ভারতীয় বাংলা চলচ্চিত্র ‘উমা’

রাজধানীতে আজ পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৯-এর। নয় দিনব্যাপী উৎসব চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। উৎসব আয়োজন করছে রেইনবো চলচ্চিত্র সংসদ।

গত সাতাশ বছর ধরে এই উৎসবের আয়োজন করে আসছে সংগঠনটি। এবারের উৎসবের শ্লোগান নির্ধারণ করা হয়েছে—নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ। উৎসবে দেখানোর জন্য ৭২টি দেশের ২১৮টি চলচ্চিত্র নির্বাচন করা হয়েছে।

আজ বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করবেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি থাকবেন তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক। সভাপতিত্ব করবেন উৎসবের প্রধান পৃষ্ঠপোষক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব,রেইনবো,উমা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close