নিজস্ব প্রতিবেদক

  ০৯ জানুয়ারি, ২০১৯

ভুয়া নিউজে চটেছেন হিরো আলম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারানো স্বতন্ত্র প্রার্থী হিরো আলম একটি বিভ্রান্তিমূলক সংবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সম্প্রতি হিরো আলম উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করছেন বলে কিছু গণমাধ্যম সংবাদ প্রচার করে। এতেই ক্ষেপেছেন তিনি।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে হিরো আলম প্রতিদিনের সংবাদকে মুঠোফোনে জানান, আমি কখন বললাম উপজেলা চেয়ারম্যান নির্বাচন করবো? এমন ভুয়া নিউজ ছড়াচ্ছে কারা। আমি এমন কথা বলিনি। আমি শুধু বলেছি, যদি উপ-নির্বাচন হয় তাহলে আমি সেই উপ-নির্বাচনে অংশ নেবো। কিন্তু মিডিয়া সংবাদ ছড়াচ্ছে আমি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করছি। এটা ঠিক না। আমি এর প্রতিবাদ জানাচ্ছি।

হিরো আলম বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। ওই আসনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী। বিএনপির দলীয় সিদ্ধান্তে তিন শপথ নেননি। এমতাবস্থায় নির্বাচনের পরবর্তী ৯০ দিনের মধ্যে তিনি শপথ না নিলে এই আসনে ফের উপ-নির্বাচন হবে। উপ-নির্বাচনেও প্রার্থী হতে চান হিরো আলম।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভুয়া নিউজ,চটেছেন,হিরো আলম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close