reporterঅনলাইন ডেস্ক
  ২০ ডিসেম্বর, ২০১৮

সানি লিওন বললেন, প্রতিদিন কাঁদতাম

বলিউডে ইতোমধ্যেই একটি সফল ক্যারিয়ার তৈরি করেছেন। তারপরও মাঝেমধ্যেই বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তাকে খারাপ মন্তব্যের সম্মুখীন হতে হয়। তবে এই ঘৃণা তাকে দমিয়ে রাখতে পারেনি বলে দাবি অভিনেত্রী সানি লিওনের। কারণ নিজেকে ‘সুরক্ষিত' রাখতে জানেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিভ্রান্তিকর নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন সাবেক এই পর্ন তারকা।

সানি বলেন, ‘প্রত্যেকটি পরিস্থিতি আলাদা। আমি সবসময় সাংবাদিকদের বেনিফিট অফ ডাউট দিতে চাই। আমি সাহসী কাজ করে তাদের দেখিয়ে দিয়েছি। আমি জানি কীভাবে উল্টে ওদের অস্বস্তিতে ফেলতে হয় বা খারাপ লাগিয়ে দিতে হয়। ফলে তখন এটা বন্ধ হয়। আমি এ ছাড়া নিজেকে সুরক্ষিত রাখার আর কোনো উপায় খুঁজে পাইনি।’

সানি আরও বলেন, ‘আমি সর্বদা নেতিবাচকতাকে দূরে রাখার চেষ্টা করি, কিন্তু সব সময়ে পারি না, আদতে তো আমিও রক্ত মাংসের মানুষ, আমারও তো একটা মন আছে। যখন মিডিয়া এমন অপ্রাসঙ্গিক বিষয়গুলিকে নিয়ে বাড়াবাড়ি করে যেগুলো মানুষকে কষ্ট দেয় তখন খারাপ লাগে। চরমপন্থী হিংস্র মানুষজনকে বেশি মনোযোগ না দিলে এ পৃথিবী আরেকটু বেশি বাসযোগ্য হয়ে উঠতে পারে।’

২০১২ সালে পূজা ভাটের ‘জিসম টু’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন সানি। এর আগে তিনি বিতর্কিত রিয়্যালিটি শো ‘বিগ বসে’ অংশ নিয়েছিলেন। পরে তিনি ‘রাগিনী এমএমএস টু’, ‘এক পহেলি লীলা’,‘কুছ কুছ লোচা হ্যায়’, ‘মস্তিজাদে’, ‘তেরা ইন্তেজার’ সিনেমায় অভিনয় করেছেন।

নিজের কাজ প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘আমি জানি না কোথা থেকে নিজের ইমোশনাল জার্নি শুরু করবো। আমি জানতাম না এটা আমাকে এতটা ছুঁয়ে যাবে। প্রতিদিন কাঁদতাম। ভাবতাম আমি কী ঠিক পথে চলেছি।’

সানি আরও বলেন, ‘মাঝেমধ্যে মনে হয় যা করেছি ঠিক করেছি। তার মধ্যে থেকেই ইতিবাচকতা খুঁজে পেয়েছি। আমি ঠিক পথেই হাঁটছি। আরও ভালো কিছু নিশ্চয়ই অপেক্ষা করে রয়েছে।’

পিডিএসও/রি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রতিদিন কাঁদতাম,সানি লিওন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close