reporterঅনলাইন ডেস্ক
  ০৩ ডিসেম্বর, ২০১৮

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ঐশীর ইতিহাস

চীনে 'মিস ওয়ার্ল্ড' প্রতিযোগিতার ৬৮তম আসরের ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেরা ত্রিশে জায়গা করে নিয়েছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ঐশী। সোমবার মিস ওয়ার্ল্ডের অফিশিয়াল ফেসবুক পেজে ঐশীকে নিয়ে একটি পোস্ট দেয়া হয়। যে পোস্টে লেখা হয়েছে ‘মিস ওয়ার্ল্ডে ইতিহাস গড়ল বাংলাদেশ।’

শেয়ার করা ওই পোস্টে লেখা হয়েছে, হেড টু হেড চ্যালেঞ্জে ২ দশমিক ২ বিলিয়ন ভিউ এবং ২০ মিলিয়ন ভোট নেওয়া হয়েছে এবং সংক্ষিপ্ত তালিকার ২০ প্রতিযোগী ৯০ সেকেন্ড করে সময় নিয়ে বিচারকদের জানিয়েছেন দেশের জন্য তারা কী করতে চান। জান্নাতুল ফেরদৌস ঐশী বিচারকদের কাছ থেকে সবচেয় বেশি প্রশংসা পেয়ে মিস ওয়ার্ল্ড ২০১৮ ফাইনালের সেরা তিরিশে জায়গা করে নিয়েছেন।

বাঁ থেকে প্রথম বাংলাদেশের ঐশী

এ বিষয়ে উচ্ছাস প্রকাশ করেছেন ঐশী বলেন, ‘সবার কাছে কৃতজ্ঞ আমি। অনেক আনন্দ লাগছে। সবার সহযোগিতা না পেলে আজকের এখানে আসা সম্ভব হতো না। আপনাদের ভোটের কারণেই এখানে সাফল্য পাচ্ছি। আশা করি, আগামীতেও আমার সঙ্গে থাকবেন। সবার সহযোগিতা পেলে আমিও সুনাম নিয়ে দেশে ফিরতে পারবো।’

ঐশী আরো বলেন, ‘এই সুযোগ পাওয়ায় আমি কৃতজ্ঞ। সামনে এগিয়ে যেতে চাই এবং আরও ভালো করতে চাই। জানিনা এই প্রতিযোগিতায় কতদূর যেতে পারবো এবং ফাইনালে কী হবে। তবে আমি দেশকে উপস্থাপন করতে পারছি এটাই আমার জন্য গর্বের।’

৬৮তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ১৫০টি দেশের প্রতিযোগীর সঙ্গে অংশ নিচ্ছেন ঐশী। আগামী ৮ ডিসেম্বর ৬৮ তম মিস ওয়ার্ল্ডের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা,ঐশী,ইতিহাস,চীন,বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close