reporterঅনলাইন ডেস্ক
  ০৩ নভেম্বর, ২০১৮

নাগরিক টিভিতে ‘সম্রাট জাহাঙ্গীর’

বিভিন্ন চক্রান্তের জাল, ক্ষমতার মোহ, দাম্ভিকতা এবং নারী আসক্তি— সবই ছিল মুঘল সাম্রাজ্য ঘিরে। আরো ছিল নিষিদ্ধ জায়গা নাশাখানা। এই উপমহাদেশের মুঘল সাম্রাজ্যের সম্রাটদের জীবন কিংবা ঘটনা প্রবাহ পশ্চিমা অনেক ঐতিহাসিক প্রেক্ষাপটকেও হার মানায়। যেমনটি বলা যেতে পারে সম্রাট জাহাঙ্গীরের কথা।

প্রতাপশালী মুঘল সম্রাট জালালউদ্দিন আকবরের ছেলে মুঘল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট জাহাঙ্গীর এবং নূরজাহানের অমর প্রেমকাহিনী অবলম্বনে এবার বাংলায় ডাবিং হয়ে বিদেশি সিরিয়াল ‘সম্রাট জাহাঙ্গীর : নূরজাহান ও জাহাঙ্গীর’-এর অমর প্রেমকাহিনী’ আসছে বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিকের পর্দায়।

আজ থেকে প্রচার শুরু হচ্ছে নতুন এই বিদেশি সিরিয়ালের। সম্প্রতি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নাগরিক টিভির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু।

নাগরিক টিভি কর্তৃপক্ষ জানায়, ঐতিহাসিক এই সিরিয়ালটির নিয়মিত দর্শকরা একদিকে যেমন সম্রাট জাহাঙ্গীরের হৃদয়ে নূরজাহানের প্রতি আকুল ভালোবাসা দেখে আবেগোপ্লুত হবেন, তেমনি অন্যদিকে নিজ পিতা সম্রাট আকবরকে সরিয়ে তার সাম্রাজ্য দখলের লোভ দেখে অবাক হবেন।

এদিকে আজ হতে প্রতি সপ্তাহের শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন রাত ৯টা থেকে ১০টায় সিরিয়ালটি নাগরিক টিভিতে প্রচার হবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নাগরিক টিভি,সম্রাট জাহাঙ্গীর,মুঘল সাম্রাজ্য
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close