reporterঅনলাইন ডেস্ক
  ১২ অক্টোবর, ২০১৮

ইতালিতে হালদার পুরস্কার জয়

ইতালিতে অনুষ্ঠিত ২১তম রিলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতা করে বাংলাদেশের চলচ্চিত্র ‘হালদা’। ছবিটি জয় করেছে ‘গ্র্যান্ড পিক্স’ পুরস্কার। হালদা নির্মাতা তৌকীর আহমেদ এই পুরস্কার গ্রহণ করেন।

ইতালিতে ৪ থেকে ১১ অক্টোবর অনুষ্ঠিত উৎসবের এবারের আসরে ২৮টি দেশের ছবি প্রদর্শিত হয়। এসব দেশের মধ্যে আছে- যুক্তরাষ্ট্র, কানাডা, বেলজিয়াম, কোরিয়া, ইতালি, ভারত ও আলজেরিয়া। ইতালির ট্রেন্টো শহরে উৎসবটির আসর বসেছিল।

তৌকীর আহমেদ বলেন, ‘এই পুরস্কার বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়ে সম্মানিত করেছে। এই পুরস্কার হালদা চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট সবার।’

হালদা ছবিটি ২০১৭ সালের ১ ডিসেম্বর মুক্তি পায়। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, ফজলুর রহমান বাবু, দিলারা জামানসহ অনেকে। এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী ও এর দুই পারের জেলেদের জীবন নিয়ে চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হালদা,ইতালি,পুরস্কার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close