reporterঅনলাইন ডেস্ক
  ১৭ জুলাই, ২০১৮

দক্ষিণ কোরিয়ায় চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৪ ছবি

দক্ষিণ কোরিয়ার রাজধানীতে তৃতীয়বারের মতো ‘সিউল-বাংলা চলচ্চিত্র উৎসব’ আয়োজন করা হচ্ছে। তিনদিনের এই উৎসব শুরু হতে যাচ্ছে ২০ জুলাই। চলচ্চিত্র উৎসবটিতে বাংলাদেশের বাংলাদেশের চারটি ছবি দেখানো হবে ।

উৎসবে দেখানোর জন্য নির্বাচিত চারটি ছবির মধ্যে একটি হচ্ছে তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’। ছবিটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, তিশা প্রমুখ। হালদার পাশাপাশি রয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’। এতে অভিনয় করেছেন ইরফান খান, তিশা, পর্নো মিত্র প্রমুখ। এছাড়া আকরাম খান পরিচালিত ‘খাঁচা’ চলচ্চিত্রটিরও প্রদর্শনী হবে। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জয়া আহসান, আজাদ আবুল কালাম প্রমুখ।

উল্লেখিত তিন চলচ্চিত্রের পাশাপাশি উৎসবটিতে দেখানো হবে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’। এতে অভিনয় করেছেন পরী মনি, ইয়াশ রোহান প্রমুখ। চারটি চলচ্চিত্রে মধ্যে তিনটি চলচ্চিত্র অন্যান্য উৎসবে অংশগ্রহণ করলেও ‘স্বপ্নজাল’ প্রথমবারের মতো এ ধরনের কোনো আয়োজনে যাচ্ছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দক্ষিণ কোরিয়া,চলচ্চিত্র উৎসব,বাংলাদেশের ছবি,সিউল-বাংলা চলচ্চিত্র উৎসব
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist