reporterঅনলাইন ডেস্ক
  ২৭ জুন, ২০১৮

আর নয় রেমোর ছবি!

সদ্য মুক্তি পাওয়া ‘রেস থ্রি’ ছবিটি যেভাবে সমালোচিত হয়েছে, তাতে খুবই বিরক্ত বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। তাই তো পরিচালক রেমো ডি’সুজার ওপর আর ভরসা করতে পারছেন না বলিউডের এই ‘দাবাং খান’। এর যথেষ্ট কারণ আছে চিত্রসমালোচক থেকে শুরু করে দর্শক—সবাই রীতিমতো তুলোধুনা করেছে সালমান খান আর তার ‘রেস থ্রি’ ছবির পুরো দলকে। তবে এ ক্ষেত্রে বারবার উঠে এসেছে ছবির দুর্বল পরিচালনার কথা। ‘রেস থ্রি’ ছবিটি পরিচালনা করেছেন কোরিওগ্রাফার ও পরিচালক রেমো ডি’সুজা।

‘রেস থ্রি’ ছবি মুক্তির পর গুগল সার্চে সবচেয়ে খারাপ অভিনেতা হিসেবে উঠে এসেছে সালমান খানের নাম। তাই আর রেমোর ওপর এতটুকু আস্থা নেই বলিউডের ভাইজানের। এ পরিচালককে দ্বিতীয়বার সুযোগ দিতে চান না তিনি। ‘রেস থ্রি’ মুক্তির আগে সালমান খান বলেছিলেন, রেমোর নাচের ওপর ছবিটি করবেন তিনি। কিন্তু এখন শোনা যাচ্ছে, ছবিটিতে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন এই বলিউড তারকা। বলিউডের সুলতান বেঁকে বসেছেন।

সালমান খান এর আগে বলেছিলেন, ‘দাবাং থ্রি’ এবং ‘ভারত’ ছবির শুটিং তিনি একসঙ্গে করবেন। এরপর রেমোর ছবিতে কাজ করবেন। ‘রেস থ্রি’ ছবিটির চূড়ান্ত ব্যর্থতার পর ‘ভাইজান’ আর রেমোর সঙ্গে কাজ করার ঝুঁকি নিতে রাজি নন। তাতে সালমান খানের মতো তারকার ইমেজ খারাপ হওয়ার আশঙ্কা আছে।

সালমান খান এর আগে কবির খানের ‘টিউবলাইট’ ছবির জন্য ভীষণ সমালোচিত হন। তবে এবার ছবিতে পরিচালকের ত্রুটির চেয়ে সালমান খানের অক্ষমতার কথা বেশি করে উঠে এসেছে। কারণ, ভাইজানের ভক্তরা তাকে এ ধরনের চরিত্রে মেনে নিতে পারেনি। সালমান পরপর দুটো ঝড় সামলেছেন।

কিন্তু তৃতীয় ঝড় হয়তো বলিউডের টাইগারকে একেবারে দুর্বল করে দিতে পারে। তাই এবার ভেবেচিন্তে পা ফেলতে চান সালমান খান। কারণ, ফিল্মি দুনিয়ার ভক্তরা খুবই নির্মম। রেমো ডি’সুজা এর আগে ‘এবিসিডি’ আর ‘এবিসিডি টু’ ছবি দুটি পরিচালনা করেন। নাচভিত্তিক এই দুটি সুপারহিট ছবি কয়েক কোটি রুপি ব্যবসা করে। তবে তার পরিচালিত ‘ফ্লাইং জাঠ’ ছবি সুপারফ্লপ হয়েছে।

অনেকের মতে, নাচভিত্তিক ছবিতে রেমো খুবই সফল। তাই অন্য ছবি দুটিতে সাফল্য পাননি তিনি। এখন দেখা যাক, সালমানের মতো বদলায় কি না। কারণ, ভবিষ্যতে রেমো ডি’সুজা যে ছবিটি করবেন, তা নাচভিত্তিক ছবি।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রেমো,সালমান খান,রেস থ্রি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist