বিনোদন প্রতিবেদক

  ২৮ এপ্রিল, ২০১৮

দুদেশে নুসরাতের পটাকা

অবশেষে ফুটেছে ফারিয়ার ‘পটাকা’। তাও দুই দেশে একসঙ্গে। সিনেমা-সংগীতের তারকাদের উপস্থিতিতে এবং শুভাশীষে জমকালো আয়োজনে আলোকিত হয়েছে পটাকার ইউটিউব গান ও মিউজিক ভিডিওর প্রকাশনা উৎসব। প্রথমবারের মতো দুই দেশে একসঙ্গে উন্মুক্ত হলো বাংলাদেশের কোনো গান ও এর মিউজিক ভিডিও।

গত বৃহস্পতিবার বনানীর অভিজাত রেস্তোরাঁয় বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় ঢাকাই সিনেমার বর্তমান সময়ের পরিচিত মুখ নুসরাত ফারিয়ার প্রথম গাওয়া ‘পটাকা’ গান এবং এর ভিডিও উন্মুক্ত হয়। বাংলাদেশে এটি উন্মুক্ত করে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি এবং ভারতের এসভিএফ।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্যে জাজ মাল্টিমিডিয়ার প্রধান আবদুল আজিজ অনুষ্ঠানে উপস্থিত ফারিয়াকে লাল পরী আখ্যা দিয়ে বলেন, যে পারে সব পারে। আর যে পারে না সে কিছুই পারে না। ফারিয়া সব পারার দলে। সে মেধাবী এবং পরিশ্রমী। নায়ক আরিফিন শুভ নুসরাত ফারিয়াকে বন্ধুর সাফল্যকে নিজের সাফল্য জানিয়ে সুরকার-সংগীত পরিচালক প্রীতম হাসানকে বাংলার পিটবুল এবং নুসরাত ফারিয়াকে বাংলাদেশের প্রিয়াঙ্কা বলে অভিহিত করেন।

‘অগ্নি’ ছবিতে গান করেছেন জানিয়ে শুভ আগামীতে ফারিয়ার সঙ্গে গান করার ইচ্ছা প্রকাশ করেন। সুরকার এবং সংগীত পরিচালক প্রয়াত গায়ক খালিদ হাসান মিলুর কনিষ্ঠ ছেলে প্রীতম হাসান আরিফিন শুভ এবং নুসরাত ফারিয়াকে নিয়ে গান করবেন বলে জানান। নুসরাত ফারিয়া তার গান থেকে প্রাপ্ত সম্মানীর ১০% একটি স্কুলে দেবেন জানিয়ে বলেন, এটি আমার মনের আনন্দ লাভের জন্যই সিদ্ধান্ত।’

গান গাওয়া অব্যাহত থাকবে মন্তব্য করে পরিবারের সব সদস্য বিশেষ করে বড় বোন মারিয়াকে ধন্যবাদ জানান নুসরাত ফারিয়া। পাশাপাশি পরিবারের প্রশান্তির জন্য ব্যারিস্টার হওয়ার পথে এগোচ্ছেন বলে জানান নুসরাত ফারিয়া।’

নায়িকা হিসেবে সুযোগ দেওয়ার জন্য জাজপ্রধান আবদুল আজিজকে ধন্যবাদ জানালেও হাসতে হাসতে ফারিয়া বলেন, এবার গান গাইতেও আশা করি ডাকবেন আজিজ ভাই। প্রকাশনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গীতিকার রাকিব হাসান রাহুল, নায়ক আরিফিন শুভ, টেলিভিশন তারকা ও চলচ্চিত্রে আসার ঘোষণা দেওয়া আজমেরী হক বাঁধন, গায়িকা দিলশাদ কণা, গায়ক জয় শাহরিয়ার, জাজপ্রধান আবদুল আজিজ, সিএমভি কর্ণধার শাহেদ আলী পাপ্পুসহ অনেকে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নুসরাত ফারিয়া,পটাকা,মিউজিক ভিডিও,জাজ মাল্টিমিডিয়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist