reporterঅনলাইন ডেস্ক
  ০৫ এপ্রিল, ২০১৮

ধর্ষণের আসামির সঙ্গে একই কারাগারে সালমান!

দুটি কৃষ্ণসার হরিণ হত্যার ঘটনায় ৫২ বছর বয়সী বলিউড অভিনেতা সালমান খানকে আজকের দিন থেকে আগামী পাঁচ বছর কাটাতে হবে যোধপুর কেন্দ্রীয় কারাগারে। ২০০৬ সালে একই ঘটনার সূত্র ধরে এই কারাগারে পাঁচ রাত কাটাতে হয়েছিল তাকে।

পুলিশ জানিয়েছে, সালমান খানকে আদালত থেকে সরাসরি কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়ার সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সম্পর্কে এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘তাকে ২ নং ভবনে রাখা হবে, যেখানে আশারাম বাপুকে রাখা হয়েছে।’

আশারাম বাপু হলেন ভারতের অন্যতম জনপ্রিয় একজন ধর্মীয় নেতা। ২০১৩ সালে আশ্রমে ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করার পর তাকে যোধপুর কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। বিগত পাঁচ বছর ধরে তিনি এই কারাগারেই আছেন।

সালমান খানকে যোধপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর খবরে ইতিমধ্যে কারাগারের ২ নং ভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

যোধপুরের কাঙ্কিনি গ্রামে দুটি বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ হত্যার দায়ে সালমান খানকে পাঁচ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকার জরিমানা করেছে আদালত। একই মামলার অন্য আসামি সাইফ আলি খান, নীলম, টাবু, সোনালি বান্দ্রেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

৫ এপ্রিল, বৃহস্পতিবার প্রায় ২০ বছরের পুরনো এই মামলার রায় দেয় যোধপুর আদালত। ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) বন্যপ্রাণী সুরক্ষা আইনের ৫১তম ধারা মোতাবেক এই অভিনেতাকে দণ্ড প্রদান করা হয়েছে।

সূত্র : এনডিটিভি

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ধর্ষণের আসামি,কারাগার,সালমান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist