reporterঅনলাইন ডেস্ক
  ০৫ এপ্রিল, ২০১৮

কৃষ্ণসার হরিণ শিকার

সালমান খানের ৫ বছরের কারাদণ্ড

দীর্ঘ প্রায় ২০ বছর আগে সিনেমার শ্যুটিংয়ে গিয়ে বেআইনিভাবে দুটি কৃষ্ণসার হরিণ শিকারের দায়ে ৫ বছরের সাজা হয়েছে বলিউড সুপারস্টার সালমান খানের। ফলে এখন তাকে কারাগারেই যেতে হচ্ছে। এখন নিশ্চিতভাবেই কোরাগারে যেতে হচ্ছে। দীর্ঘ ১৯ বছর ধরে চলে আসা কৃষ্ণসার হরিণ শিকার মামলায় তাকে ৫ বছরের সাজা দিয়েছেন যোদপুরের একটি আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার রুপি জরিমানাও করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজস্থান রাজ্যের যোধপুরের বিচারিক আদালত বলিউডের ভাইজানের বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন। এই মামলায় সালমান ছাড়াও সাইফ আলী খান, টাবু, সোনালি বেন্দ্রে ও নীলম এই মামলার আসামি ছিলেন। তবে ১৯৯৯ সালে দায়ের করা এই মামলায় সালমান ছাড়া বাকিদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।

খবরে প্রকাশ ১৯৯৮ সালে সুরজ বরজাতিয়া পরিচালিত ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির দৃশ্যধারণ চলাকালীন ‘থর’ মরুভূমির শহর যোধপুরের কাছে কঙ্কনী গ্রামে বিরল প্রজাতির দু’টি কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সালমান খানের বিরুদ্ধে। পরে ১৯৯৯ সালে ওই মামলা দায়ের করা হয়। মামলাটির চূড়ান্ত যুক্তিতর্ক শুরু হয়েছিলো ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর। চলতি বছরের ২৪ মার্চ ২ পক্ষের প্রশ্নোত্তর পর্ব শেষ হয়। এরপর ৫ এপ্রিল চূড়ান্ত রায়ের দিন ধার্য করেন যোধপুর আদালত।

এদিন সালমান খান ও অন্য অভিযুক্তদের উপস্থিতিতে রায় দেন প্রধান বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট দেব কুমার খাতরি। এর আগে ২০০৭ সালে যোধপুর কারাগারে কয়েকদিন বন্দি ছিলেন সল্লু। তারপর জামিনে মুক্ত হন তিনি। গত বছর এই মামলায় নির্দোষ প্রমাণ হন তিনি। কিন্তু পরবর্তীতে এই রায়ের ওপর আবারও আপিল করা হলে কারাদ- ঘোষিত হলো সালমানের বিরুদ্ধে। তারও আগে মুম্বাইয়ে সালমানের গাড়ি চাপায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ২০১৫ সালে তাকে ৫ বছরের কারাদ- দিয়েছিল ভারতের একটি আদালত। তবে পরে উচ্চ আদালত থেকে খালাস পান তিনি।

পিডিএসও/হেলাল/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কৃষ্ণসার হরিণ শিকার,বলিউড,সালমান খান,কারাদণ্ড,ভারত
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist