reporterঅনলাইন ডেস্ক
  ২৫ মার্চ, ২০১৮

বিখ্যাত সঙ্গীতশিল্পী জোসে আবরিউ আর নেই

ভেনিজুয়েলার বিখ্যাত সঙ্গীতশিল্পী, রাজনীতিবিদ ও অর্থনীতিবিদ জোসে অ্যান্টোনিও আবরিউ (josé antonio abreu) শনিবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ভেনিজুয়েলার যুবকদের জন্য ১ হাজার ৫শর বেশি অর্কেস্টা ও গায়কদলের একটি নেটওয়ার্ক সৃষ্টি করেন। এই অসামান্য অবদানের জন্য দেশের মানুষ তাকে চিরদিন স্মরণ করবে।

ভেনিজুয়েলায় ‘এল মায়েস্ত্রো’ নামে পরিচিত আবরিউ ১৯৭৫ সালে কাজ শুরু করেন এবং আন্তর্জাতিকভাবে ‘এল সিস্টেমা’ (দি সিস্টেম) নামে পরিচিত হন। তার কর্মযজ্ঞের আওতায় ভেনিজুয়েলার ৯ লাখ শিশু রয়েছে এবং ১০ হাজার শিক্ষক শিক্ষাদান করছেন। তিনি কয়েক বছর আগে বলেন, এসব যুবককে আমরা সঙ্গীতের মাধ্যমে মাদক ও সহিংসতা থেকে দূরে রেখেছি।

শিক্ষামন্ত্রী এলিয়াস জাউয়া আবরিউকে একজন মহান ভেনিজুয়েলান উল্লেখ করে তার প্রশংসা করেন। আবরিউ ১৯৩৯ সালের ৭ মে ভালেরায় জন্মগ্রহণ করেন। তার ব্যক্তিগত জীবন সম্পর্কে আর তেমন কিছু জানা যায়নি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভেনিজুয়েলা,এল মায়েস্ত্রো,সঙ্গীতশিল্পী,josé antonio abreu,জোসে আবরিউ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist