বিনোদন প্রতিবেদক

  ২২ মার্চ, ২০১৮

‘অপু আব্রামের মা আর আমি ওর বাবা’

ঢাকাই চলচ্চিত্রের ‘কিংখান’ শাকিব খান। এক দশকেরও বেশি সময় ধরে তার এখানে একচ্ছত্র আধিপত্য, যা ধীরে ধীরে এপার বাংলা ছাড়িয়ে ওপার বাংলায়ও বিস্তার লাভ করছে। এরই মধ্যে একাধিক যৌথ প্রযোজনার এবং কলকাতার একটি একক ছবিতে অভিনয় করেছেন।

এ মুহূর্তে কলকাতার একক ছবি ‘ভাইজান এলো রে’-এর শুটিংয়ের কাজে ওপার বাংলায় রয়েছেন শাকিব খান। ছবিটি পরিচালনা করছেন জয়দীপ মুখার্জী। এ ছবিটিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন ওপার বাংলার জনপ্রিয় দুই নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও পায়েল সরকার। শুটিংয়ের ফাঁকে কলকাতার আনন্দবাজার পত্রিকার সঙ্গে জীবনের নানা বিষয় নিয়ে কথা বললেন নায়ক। সেখানে যেমন ছিল তার ছবির প্রসঙ্গ, তেমন ছিল ব্যক্তি জীবনেরও নানা প্রশ্ন। পাঠকদের জন্য তারই কিছু অংশ তুলে দেওয়া হলো।

কলকাতা কেমন লাগছে?

আমার তো কখনো আলাদা মনেই হয় না। মহিষা দলে যখন শুট করতে গেলাম, ওখানেও তো অনেক রাজবাড়ী আছে, তখনই আমার সঙ্গের লোকদের বলেছিলাম, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো পার্থক্য ধরা পড়ে না আমার চোখে।

দুই দেশ তো একই ছিল...

সবই তো এক। ভাষা এক, কৃষ্টি-কালচার এক। ওখানেও পহেলা বৈশাখ হয়, এখানেও হয় (হাসি)...

আপনাদের ওখানে তো পহেলা বৈশাখ খুব বড় করে হয়। এ বছর আপনার প্লান কী?

ঢাকায় থাকব না তো। ছবির শুটিংয়ে লন্ডন যাব। গত দুতিন বছর ধরেই এ রকমই চলছে। এ সময়টায় আউটডোরগুলো পড়ছে। তবে পহেলা বৈশাখের সৌন্দর্য দেখতে হলে বাংলাদেশেই যাওয়া উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার স্টুডেন্টরা আলপনা সাজায় রাস্তায় রাস্তায়...আনবিলিভেবল!

ছেলে তো খুব ছোট। আপনি এত আউটডোরে থাকেন ও আপনাকে মিস করে না?

করে তো বটেই। আমিও ভীষণ মিস করি। কিন্তু কী করব। কাজ তো করতেই হবে।

অপু বিশ্বাস আর আপনাকে দেখে কিন্তু বিচ্ছেদের কোনো তিক্ততা নজরে এলো না...

সম্পর্ক থাক আর না থাক, অপু আব্রামের মা আর আমি ওর বাবা। ছেলের জন্য হলেও আমাদের দেখা হয়েই যায়। আসলে ওরা শিলিগুড়ি যাবে, একটা মানত ছিল। যাওয়ার পথে আমিই বললাম দেখা করে যেতে। অনেক দিন দেখিনি ছেলেকে, তাই।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শাকিব খান,অপু বিশ্বাস,আব্রাম খান জয়,কলকাতা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist