বিনোদন প্রতিবেদক

  ১৪ মার্চ, ২০১৮

নেপালে বিমান দুর্ঘটনায় তারকাদের শোক

নেপালে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় পুরো বাংলাদেশ আজ শোকাহত। সেই শোকে শামিল হয়েছেন দেশের শোবিজ জগতের তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকেই দিয়েছেন সেই শোকের বার্তা।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ লিখেছেন, ‘নেপালে বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে আমরা শোকাহত।’

চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা তার ফেসবুকে লিখেছেন, ‘এই রাত যেন না আসে আর আমার বাংলাদেশে।’

কলকাতা থেকে অভিনেত্রী দীপা খন্দকার লিখেছেন, ‘বুকের ভেতরের কষ্টটা কমছে না বরং বাড়ছে। ক্রমেই নিজের সঙ্গে মিলিয়ে ফেলছি। অসুস্থদের জন্য কী দোয়া করব বুঝতে পারছি না। তারা সুস্থ হয়ে ফিরে আসুক? কেমন সুস্থ? শরীরের ক্ষত মুছে যাক নাকি মনের ক্ষত, নাকি যে ভয়ংকর ঘটনার সাক্ষী হলো তা? পাশের প্রিয়জন, নিজের চেয়ে প্রিয় সন্তান চোখের সামনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কিছুই করার নেই।

এই কষ্ট অথবা পুরোপুরি আগের মতো সুস্থ শরীর না পাওয়ার যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা। কোনটাকে সুস্থ জীবন বলতে পারি? বেঁচে তো গেল সে, যে আসলে ফিরল না। একা যদি যাই, কখনো তবে অবশ্যই ফিরতে চাই তোমাদের কাছে। তোমাদের রেখে যেন কখনো আমার ফিরতে না হয় ঘরে।’

চলচ্চিত্র নির্মাতা দীপংকর দীপন লিখেছেন, ‘ইশ, মেইনটেন্যান্স নিয়ে আমি কতবার আশঙ্কার কথা বলেছি, কতবার। আমাদের রক্ষা করুন।’

অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘আমরা মর্মাহত ও শোকাহত।’

অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন, ‘আহা রে জীবন! বুকটার ভেতর তছনছ করছে এদের স্বজনদের কথা ভেবে। টেলিভিশন নিউজ থেকে চোখ সরাতে পারছি না। এত লাশ বাংলাদেশকে বইতে হবে।’

অভিনেত্রী রুনা খান লিখেন, ‘আহারে, আহারে! কী মৃত্যু রে! হায়রে আল্লাহ! চোখের পানি ধরে রাখতে পারতেছি না। আহা, আহা!’

অভিনেতা ইরেশ যাকের লিখেছেন, ‘ইউএস-বাংলা কাঠমান্ডু ফ্লাইট এবং তাদের পরিবারের যাত্রীদের জন্য প্রার্থনা।’

সংগীতশিল্পী শফিক তুহীন লিখেছেন, ‘এমন খবরে সত্যিই আমরা স্তব্ধ।’

অভিনয়শিল্পী সংঘের সহসভাপতি তানভীন সুইটি লিখেছেন, ‘ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমান দুর্ঘটনায় নিহত ও আহত এবং মিরপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত, আহত, নিঃস্ব পরিবারের সবার প্রতি গভীর শোক, সমবেদনা জ্ঞাপন করছি। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। সৃষ্টিকর্তা সব নিহতের পরিবারকে এই শোক সামলে ওঠার শক্তি দান করুক।’

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিমান দুর্ঘটনা,নেপালে বিমান বিধ্বস্ত,তারকাদের শোক
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist