বিনোদন প্রতিবেদক

  ১৩ মার্চ, ২০১৮

বৈশাখ মাতাবে ‘একটি সিনেমার গল্প’

চিত্রনায়ক আলমগীর পরিচালিত চলচ্চিত্র ‘একটি সিনেমার গল্প’ আগামী ১৩ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে মুক্তি পাবে। এই ছবি দিয়ে এবার বৈশাখ মাতাবেন ঋতুপর্ণা-শুভ। এরই মধ্যে ছবিটির পোস্টার প্রকাশিত হয়েছে। বেশ জোরেশোরেই সিনেমাটির প্রচারণা চলছে। নির্মাতা আলমগীর জানান, শিগগিরই ছবিটির ট্রেইলার মুক্তি দেওয়া হবে। এ ছাড়া পর্যায়ক্রমে অনলাইনে উন্মুক্ত করা হবে ছবির গানগুলো।

বাংলাঢোলের ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানগুলো পাওয়া যাবে বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, টেলিফ্লিক্স ও এয়ারটেলস্ক্রিনে। আলমগীরের নিজস্ব প্রযোজনা সংস্থা আইকন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ছবিটির সঙ্গে যুক্ত হয়েছে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাঢোল লিমিটেড।

ছবিতে শুভ-ঋতুপর্ণা ছাড়াও আরো অভিনয় করেছেন আলমগীর, চম্পা, সৈয়দ হাসান ইমাম, সাদেক বাচ্চু, সাবেরী আলম, ওয়াহিদা মল্লিক জলিসহ অনেকে।

এ চলচ্চিত্রের মধ্য দিয়েই একজন সংগীত পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকা রুনা লায়লার। তার সুর ও সংগীতে এই চলচ্চিত্রে গান গেয়েছেন আঁখি আলমগীর, মনির খান, কোনাল প্রমুখ।

পরিচালক হিসেবে এটি আলমগীরের ষষ্ঠ ছবি। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যও তারই লেখা। এর আগে সংলাপ লেখার অভিজ্ঞতা থাকলেও কাহিনি ও চিত্রনাট্যকার হিসেবে এই ছবিতে আলমগীরের অভিষেক।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
একটি সিনেমার গল্প,আলমগীর,ঋতুপর্ণা-শুভ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist