reporterঅনলাইন ডেস্ক
  ২৮ ফেব্রুয়ারি, ২০১৮

ভালোবাসায় শ্রীদেবীকে শেষ বিদায়

ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বলিউডের সুপারস্টারদের উপস্থিতিতে বুধবার বিকেল পাঁচটার দিকে শুরু হয় শেষকৃত্য। ছয়টা নাগাদ অন্তেষ্টিক্রিয়া শেষ হয়। তারকা ছাড়াও অসংখ্য ভক্ত এসেছিলেন প্রিয় অভিনেত্রীকে শেষ বিদায় জানাতে।

গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) চিরনিদ্রায় পৃথিবী ত্যাগ করলেন বলিউডের পর্দা কাঁপানো এই নায়িকা। দুবাইয়ের এক হোটেলের বাথটাবে ডুবে বলিউডের এই জনপ্রিয় নায়িকার মৃত্যু হয়। এরপর ময়নাতদন্ত শেষে গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টায় মুম্বাই আসে শ্রীদেবীর মরদেহ। পরদিন বুধবার সকাল ৬টা থেকে লোখণ্ডওয়ালার সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন লাখো মানুষ।

এদিকে ভক্তদের জন্য আজ সকাল সাড়ে ৯টায় খুলে দেওয়া হয় মুম্বাইয়ের লোখণ্ডওয়ালার সেলিব্রেশন স্পোর্টস ক্লাবের দরজা। এরপর প্রয়াত নায়িকাকে শেষ শ্রদ্ধা জানাতে একে একে সেখানে যান অসংখ্য বলিউড তারকা। আর তাদের ছাপিয়ে গিয়েছে শ্রীর ভক্তরা। অনেকেই স্মৃতিচারণ করেছেন। অনেকে আবার শ্রীর ফিল্মের গান গেয়ে শুনিয়েছেন।

আজ সকালে সবার আগে স্পোর্টস ক্লাবে পৌঁছান প্রযোজক-পরিচালক করন জোহর। আসেন শ্রীদেবীর দেওর সঞ্জয় কপূরও। ক্রমশই ভিড় জমতে থাকে স্পোর্টস ক্লাবের বাইরে। স্বপ্নের নায়িকাকে বিদায় জানাতে আজ অফিস ছুটি নিয়ে চলে এসেছিলেন অগণিত ভক্ত।

রাত ১২টা থেকেও অধীর অপেক্ষায় কেউ কেউ লাইন দিয়েছিলেন স্পোর্টস ক্লাবের সামনে। এখানেই দুপুর পৌনে ৩টা পর্যন্ত শায়িত ছিল শ্রীদেবীর মরদেহ। এর পর মরদেহ নিয়ে রওনা দেওয়া হয় ভিলে পার্লের সেবাসমাজ শ্মশানের উদ্দেশে। সেখানে সাড়ে ৩টায় শেষকৃত্য শুর হওয়ার কথা ছিল। তবে তা শুরু হয় সোয়া ৫টার সময়।

প্রায় একঘণ্টা শেষ কৃত্যের আনুষ্ঠানিকতা শেষে একে একে শ্মশান ছাড়েন সঞ্জয় লীলা ভন্সালী, রাজকুমার হিরানি, সুধীর মিশ্র, বিধু বিনোদ চোপড়া, জে পি দত্ত, নাগমা, বিদ্যা বালন, সিদ্ধার্থ রায় কপূর-সহ অসংখ্য বলি‌উড তারকা।

শ্রীদেবীর মৃত্যুর মধ্য দিয়ে বলিউডে সমাপ্তি ঘটলো শ্রীদেবী অধ্যায়ের। অসংখ্য মানুষের হৃদয়ে জায়গা করে নেয়া এই নায়িকা চলে গেলেন চিরদিনের জন্য।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শ্রীদেবী,শ্রীদেবীর শেষ বিদায়,বলিউড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist