reporterঅনলাইন ডেস্ক
  ২৬ জানুয়ারি, ২০১৮

উত্তাপ ছড়াচ্ছে ‘পদ্মাবত’

অনেক বাধাবিপত্তির পর অবশেষে মুক্তি পেয়েছে বহুল আলোচিত পদ্মাবত। একশ’ ৯০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই ছবির মুক্তি পাওয়া নিয়েই ছিলো শঙ্কা। নির্ধারিত সময়ের প্রায় দুই মাস পরে মুক্তি পাওয়া এ ছবির কাহিনীর চেয়ে বেশি এখন কথা হচ্ছে করনি সেনাদের উগ্রবাদী কর্মকাণ্ড নিয়ে। সেইসঙ্গে মুক্তি পাওয়ার দুই দিনের মধ্যেই বক্স অফিসে উত্তাপ ছড়াতে শুরু করেছে ছবিটি।

তবে এরইমধ্যে প্রভাস অভিনীত ‘বাহুবলী টু’ সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে দীপিকা অভিনীত ‘পদ্মাবত’। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানান, মুক্তির প্রথমদিনই প্রভাসের ‘বাহুবলী টু’-এর রেকর্ড ভেঙে দিয়েছে ‘পদ্মাবত’। প্রথমদিন থেকেই আন্তর্জাতিক বাজারে তুমুল ব্যবসা করেছে বানশালীর এই সিনেমাটি।

এক টুইট বার্তায় তরণ জানান, ‘পদ্মাবত’ প্রথমদিন অস্ট্রেলিয়ায় ১.৮৮ কোটি ব্যবসা করেছে। নিউজিল্যান্ডে করেছে ২৯.৯৯ লাখ। পাশাপাশি ইউকে-তে এই সিনেমা ব্যবসা করেছে ৮৮.০৮ লাখ। যা ‘বাহুবলী টু’ এবং আমির খানের ‘দঙ্গল’-এর তুলনায় অনেক বেশি। সবকিছু মিলিয়ে মুক্তির প্রথমদিন থেকে বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে সিনেমাটি।

এদিকে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এ চলচ্চিত্র ভারতের পাশাপাশি পাকিস্তানেও মুক্তি নিয়ে জটিলতা সৃষ্টি হয়। শেষ পর্যন্ত গত বুধবার বীনা কাটছাঁটে ছবিটি প্রদর্শনের ‘সবুজ সংকেত’ পেয়ে যায়। ইসলামাবাদ থেকে বিষয়টি ভারতীয় গণমাধ্যমকে জানান পাকিস্তানের সেন্সর বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা মোবাশ্বির হাসান।

তিনি বলেন, কোনো কাটছাঁট ছাড়াই পাকিস্তানের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সেন্সর (সিবিএফসি) ‘পদ্মাবত’ মুক্তির অনুমতি দিয়েছে। দেওয়া হয়েছে ‘ইউ’ সার্টিফিকেট। পাকিস্তানের কিছু চলচ্চিত্র পরিবেশকের মতে, ছবিটিতে আলাউদ্দিন খিলজিকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে।

‘পদ্মাবত’ চলচ্চিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়–কোন, রণবীর সিং ও শহীদ কাপুর। শ্রী রাজপুত কর্ণি সেনাদের আন্দোলনের মুখে ‘পদ্মাবতী’ নাম পাল্টে চলচ্চিত্রটির নাম রাখা হয়েছে ‘পদ্মাবত’। সেন্সরের কাঁচিতে কাটা হয়েছে এর বেশ কিছু দৃশ্য। সব ঝড় সামলে গত বৃহস্পতিবার বিশ্বব্যাপী প্রদর্শন শুরু হয়েছে চলচ্চিত্রটির।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পদ্মাবত,পদ্মাবত সিনেমা,রেকর্ড,বক্স অফিস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist