reporterঅনলাইন ডেস্ক
  ২৩ জানুয়ারি, ২০১৮

শুভ জন্মদিন নায়করাজ

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক প্রয়াত অভিনেতা নায়করাজ রাজ্জাকের জন্মদিন আজ ২৩ জানুয়ারি। তিনি বেঁচে থাকলে আজ ৭৭ তম জন্মদিন পালন করতেন। গত বছরের ২১ আগস্ট পরপারে পাড়ি জমান। তার হঠাৎ চলে যাওয়ায় চলচ্চিত্রে বিশাল শূন্যতার সৃষ্টি হয়। আজকের দিনে তাই তাকে নিয়ে তার পরিবারের সদস্যরা নানা উদ্যোগ নিয়েছেন।

নায়ক রাজের জীবনের শেষ ক’টি বছরে যে সবসময়ই তার পাশে ছিলেন তার ছোট ছেলে খালিদ হোসেন সম্রাট। তিনি জানান, আজ সকালে রাজধানীর বনানীর কবরস্থানে যেখানে নায়করাজ চিরনিদ্রায় শুয়ে আছেন সেখানে পরিবারের পক্ষ থেকে কোরআন পাঠ ও দোয়া করা হবে। বাদ জোহর গুলশান আজাদ মসজিদ সংলগ্ন মাদ্রাসার শিক্ষার্থী, অন্যান্য এতিম, গরিবদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। বাদ আসর গুলশান আজাদ মসজিদেই নায়করাজের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হবে।

এ প্রসঙ্গে সম্রাট বলেন, ‘আব্বার জন্য শুধু সবার কাছে দোয়া চাই, যেন মহান আল্লাহ তাকে বেহেশত নসিব করেন। এমন একজন বাবার সন্তান হয়ে সবসময়ই আমি গর্ববোধ করি। সন্তান হিসেবে বাবার স্মৃতি নিয়ে যেন সারাটা জীবন ভালোভাবে থাকতে পারি এই দোয়া চাই।’

এফডিসিতে ফিরে শিল্পী সমিতির সামনে নায়ক রাজের স্মৃতিফলকে ফুলেল শ্রদ্ধা জানানো হবে। এফডিসিতে বাদ আসর জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।’ তিনি আরও জানান, নায়করাজ রাজ্জাকের নামে এফডিসির কোনো একটি ফ্লোর যেন নামকরণ করা হয় তা নিয়ে আজ এফডিসির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলোচনা করা হবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নায়করাজ,রাজ্জাক,রাজ্জাক স্মরণে অনুষ্ঠান
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist