বিনোদন প্রতিবেদক

  ১৭ জানুয়ারি, ২০১৮

নারীবাদ মানবতাবাদেরই অংশ : অপর্ণা সেন

‘বিশ্বের অনেক বড় বড় চলচ্চিত্র উৎসবে আমি গিয়েছি, কিন্তু এই উৎসবে এসে যে উষ্ণতা আমি পেয়েছি, তেমনটি আর কোথাও পাইনি। উৎসবে আমি আমার পরিচালিত চলচ্চিত্র “সোনাটা” নিয়ে এসেছি প্রদর্শনের জন্য। উৎসব পরিচালকদের প্রজেকশনের দিকটা আরেকটু খেয়াল করা উচিত। প্রত্যেকটা চলচ্চিত্রই তো একজন পরিচালকের কাছে সন্তানতুল্য; সে ক্ষেত্রে তিনি নিশ্চয়ই চাইবেন তার ছবি প্রদর্শনের সময় যেন সাউন্ড, ভিডিও কোয়ালিটি ঠিক থাকে।’

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ দিনে গত সোমবার কেন্দ্রীয় গণগ্রন্থাগারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথাগুলো বলেন ভারতীয় চলচ্চিত্রের খ্যাতিমান নির্মাতা অপর্ণা সেন।

‘সোনাটা’ চলচ্চিত্রে নারীবাদী বিষয়বস্তুর বিষয়ে নির্মাতা অপর্ণা বলেন, ‘আমি মনে করি মানবসমাজের একটি অংশ নারী সমাজ। তাই আমার কাছে নারীবাদ মানবতাবাদেরই অংশ মনে হয়।’

প্রসঙ্গত, ১৪ বছর বয়সে অভিনয় শুরু করলেও চার বছর পড়াশোনার জন্য বিরতি দিয়ে আবার চলচ্চিত্রে অভিনয় শুরু করেন অপর্ণা সেন। এ সময় ‘অপরিচিত’, ‘বাক্স বদল’, ‘অরণ্যের দিনরাত্রি’ প্রভৃতি চলচ্চিত্রে অভিনয় করেন। তবে বরাবরই চাইতেন ব্যতিক্রম চলচ্চিত্রে কাজ করতে। আর তখনই লিখতে শুরু করলেন তার প্রথম ছবির গল্প, ‘৩৬ চৌরঙ্গী লেন’।

এই চলচ্চিত্র বানিয়েই বাজিমাত করেন অপর্ণা। অভিষেক সিনেমার জন্যই জিতে নেন পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অপর্ণা সেন,ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব,চলচ্চিত্র
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist