বিনোদন প্রতিবেদক

  ১০ জানুয়ারি, ২০১৮

‘পাগল মানুষ’ দেখার অনুরোধ শাবনূরের

ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা শাবনূর। বেশ লম্বা সময় ধরে এই ঢালিউড কুইনকে দেখা যায়নি পর্দায়। শাবনূর অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি মুস্তাফিজুর রহমান মানিকের ‘কিছু আশা কিছু ভালোবাসা’। ছবিটি ২০১৩ সালের ২০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল। এবার পাঁচ বছর পর আবার প্রেক্ষাগৃহে আসছেন শাবনূর। আগামী ১২ জানুয়ারি সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে শাবনূর অভিনীত ছবি ‘পাগল মানুষ’।

এতে শাবনূরের বিপরীতে রয়েছেন নবাগত নায়ক শায়ের খান। গত সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ছবিটি মুক্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ছবির অভিনয়শিল্পী শাবনূর, নবাগত নায়ক শায়ের খান, মিশা সওদাগর, ডনসহ অনেকে।

প্রায় পাঁচ বছর পর নিজের অভিনীত ছবি মুক্তি নিয়ে শাবনূর বলেন, ‘এম এম সরকার একজন গুণী নির্মাতা। তার বেশির ভাগ ছবি ব্যবসাসফল হয়েছে। কিন্তু এই ছবির কাজের সময় তাকে আমরা হারিয়েছি। আমাকে খুব স্নেহ করতেন তিনি। ছবির বেশির ভাগ কাজ তিনিই শেষ করেছিলেন। সেই জায়গা থেকে বলতে পারি একটি ভালো ছবি হতে যাচ্ছে।’

তিনি আরো জানান, ‘ছবিটি মুক্তি পাচ্ছে শুনে ভালো লাগলেও আমার খুব কষ্টও লাগছে। কারণ, এই ছবির পরিচালক আমার পাশে নেই।’ নিজের দর্শকদের উদ্দেশে এই ঢালিউড কুইন বলেন, ‘আমার দর্শক যারা আছেন আমার ছবির জন্য অপেক্ষা করছেন, তাদের কাছে অনুরোধ রইল সবাই হলে এসে ছবিটি দেখবেন। আশা করি ছবিটি আপনাদের ভালো লাগবে।চলচ্চিত্রে ফেরার বিষয়ে শাবনূর জানান, ছবি এরই মধ্যেই করার কথা ছিল; কিন্তু আমি অসুস্থতার জন্য পিছিয়ে গেছে। তবে শিগগিরই অভিনয়ে ফেরার ইচ্ছে আছে।’

প্রসঙ্গত, ‘পাগল মানুষ’ ছবিটির শুটিং শুরু হয়েছিল ২০১২ সালে। শুটিংয়ের সময় পরিচালক এম এম সরকারের মৃত্যুর পর আটকে যায় ছবিটি। পরে বদিউল আলম খোকন ছবিটি পরিচালনার দায়িত্ব নেন। তার সার্বিক তত্ত্বাবধানে ছবিটি মুক্তি পাচ্ছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চিত্রনায়িকা শাবনূর,পাগল মানুষ,বদিউল আলম খোকন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist