রাবি প্রতিনিধি

  ১০ ডিসেম্বর, ২০১৭

মোটরসাইকেলের ধাক্কায় রাবি শিক্ষার্থী আহত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মোটরসাইকেলের ধাক্কায় এক যুবক গুরুতর আহত হয়েছেন। রোববার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। আহত ওই যুবকের নাম শিশির। সে রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী। বর্তমানে সে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে দুই যুবক ক্যাম্পাসের দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনের সড়ক দিয়ে দ্রুতগতিতে মোটরবাইক চালিয়ে যাচ্ছিলেন। এ সময় শিশির ও তার দুই বান্ধবী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বাইকের ধাক্কায় শিশির ও বাইকের চালক রাস্তার উপরেই পড়ে গেলে শিশির মাথায় আঘাত পান। এতে তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়

পরে ওই যুবকের দুুই বান্ধবী আহত অবস্থায় তাকে রামেক হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ এসে বাইক ও আরেক আরোহীকে থানায় নিয়ে যান। ওই আরোহীর নাম মাহমুদুল হাসান। সে স্থানীয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্র।

নগরের মতিহার থানার ডিউটি অফিসার (এএসআই) খাতামুন আম্বিয়া বলেন, ‘মাহমুদুলকে থানায় আনা হয়েছে। তার জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান জানান, ‘আমি রাজশাহীর বাইরে আছি। বিষয়টি শোনার পর আমি তৎক্ষণাত পুলিশে জানিয়েছি।’

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাবি শিক্ষার্থী আহত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist