জাবি প্রতিনিধি

  ২৩ নভেম্বর, ২০১৭

ভর্তি পরীক্ষায় জালিয়াতি

জাবিতে জালিয়াতির দায়ে আরো ৪ ভর্তিচ্ছু আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতি করে উত্তীর্ণ হওয়ার অভিযোগে আরো ৪ ভর্তিচ্ছুকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বৃহস্পতিবার ওই চার ভর্তিচ্ছুকে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান নিরাপত্তা কর্মকর্তা মো. জেফরুল হাসান চৌধুরি। আটককৃত ভর্তিচ্ছুরা হলেন, মো. খায়রুল ইসলাম, হিমাদ্রী সাহা, রাশিদুল হাসান রাজন ও অলি আহমেদ।

প্রক্টর অফিস সূত্রে জানা যায়, মো. খায়রুল ইসলাম সাতক্ষীরা জেলার আশাশুনির মো. রফিকুল ইসলামের ছেলে। তিনি কলা ও মানবিকী অনুষদে (সি ইউনিট) ৭৭তম স্থান পেয়ে জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হতে এসে আটক হন। হিমাদ্রী সাহা নেত্রকোনার পাহাড়ী সাহার ছেলে। তিনি কলা ও মানবিকী অনুষদে ৩৩ তম হয়ে জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হতে এসে আটক হন। তার রোল নং ৩৫১১৭৪।

রাশিদুল হাসান রাজন নেত্রকোনার খালিয়াজুড়ি থানার লিপসা গ্রামের মো. জানু মিয়া ইসলামের ছেলে। তিনি কলা ও মানবিকী অনুষদে ৭৬ তম স্থান লাভ করেন। তার রোল নং ৩১৮৪১৭। ওলি আহমেদ রাজশাহীর বাঘা থানার কুশাবাড়িয়ার গ্রামের জান মোহাম্মদের ছেলে। তিনি কলা ও মানবিকী অনুষদে ২১ তম হয়ে আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হতে এসে আটক হন। তার রোল নং ৩১৪০৭৯।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, আটককৃতরা ভর্তি পরীক্ষায় জালিয়াতির সাথে জড়িত। তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ নিয়ে ভর্তি পরীক্ষা চলাকালে জালিয়াতির অভিযোগে সাক্ষাৎকারে পার পেয়ে যাওয়া ৭ ভর্তিচ্ছুকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাবি,ভর্তি পরীক্ষায় জালিয়াতি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist