জবি প্রতিনিধি

  ১৯ সেপ্টেম্বর, ২০১৭

সড়ক দুর্ঘটনায় জবি ছাত্র নিহত

বিশ্ববিদ্যালয়ে আসার পথে সিএনজিচালিত অটোরিকশার ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নাঈম নামের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্র নিহত হয়েছে।মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের মদনপুরের কাছে এই দুর্ঘটনা ঘটে। সে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ৯ম ব্যাচের ছাত্র ও নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানাস্থ শেখের হাট গ্রামের মো. আতাউর রহমান খান ও রোকসানা বেগমের সন্তান।

নিহত নাঈমের সহপাঠীসূত্রে জানা যায়, শেখের হাটে তিনি তাঁর পরিবারের সঙ্গে বসবাস করতেন। তিনি পাশের মদনপুর বাসস্ট্যান্ড থেকে বিশ্ববিদ্যালয়ে যাতায়াতকারী বাস ‘স্বপ্নীল’-এ চড়ে ক্লাস করতে আসতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল ৭টা ১০ মিনিটে স্বপ্নীল বাসে ওঠার জন্য সিএনজিচালিত অটোরিকশায় করে মদনপুর রওনা হন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাছে এলে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাঈম মারা যান।

নাঈমের অকাল মৃত্যুতে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং মহান আল্লাহর কাছে বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেছেন।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সড়ক দুর্ঘটনা,জবি ছাত্র,নিহত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist