তহিদুল ইসলাম, জাবি

  ২৩ আগস্ট, ২০১৭

বন্যার্তদের জাবি ছাত্রলীগের সাহায্য প্রদান

বন্যা পীড়িত মানুষের দুর্ভোগ লাঘবে বন্যা কবলিত ৯টি জেলায় অর্থ সাহায্য পাঠিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ৯ জেলার ছাত্র কল্যাণ সমিতির মাধ্যমে এই সাহায্য পাঠানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শাখা ছাত্রলীগ আয়োজিত ‘বঙ্গবন্ধু ও নারীমুক্তি’ শীর্ষক এক আলোচনা সভা শেষে বন্যা কবলিত ৯টি জেলার ছাত্র কল্যাণ সমিতির নেতাদের হাতে মোট সাতাশি হাজার সাতশত পঞ্চাশ টাকা তুলে দেওয়া হয়।

শাখা ছাত্রলীগ সহ-সভাপতি ও ত্রাণ কার্যক্রমের অন্যতম সংগঠক অনিক কুমার দেবনাথ জানান, গত ১৮ আগস্ট শাখা ছাত্রলীগ বন্যা পীড়িতদেরকে সাহায্য করার ঘোষণা দেওয়ার পর জাবির ১০টি আবাসিক হল থেকে ছাত্রলীগের তত্ত্বাবধানে সাতাশি হাজার সাতশত পঞ্চাশ টাকা সংগ্রহ করা হয়। পরে মঙ্গলবার রাতে বন্যা কবলিত দিনাজপুর, রংপুর, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারি, পঞ্চগড়, জামালপুর ও কুড়িগ্রাম জেলা সমিতির নেতাদের কাছে এ অর্থ হস্তান্তর করা হয়। প্রত্যেক জেলা সমিতির মাঝে সমান ভাবে ৯ হাজার সাতশত ৫০ টাকা করে দেওয়া হয়।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীদের তত্ত্বাবধানে বিভিন্ন হল থেকে অর্থ সংগ্রহ করে ৯টি জেলার ছাত্রকল্যাণ সমিতির মাধ্যমে আমরা এই সাহায্য পাঠিয়েছি। তাদের মাধ্যমে এ অর্থ পৌঁছে যাবে বন্যা কবলিত ওই ৯টি জেলার মানুষের কাছে। আমাদের এই অর্থ যদি ১০ জন মানুষের কাছে পৌছায় তবে তা তাদের উপকারে আসবে। আপাতত আমাদের কার্যক্রম শেষ। তবে পরবর্তীতে কোন উদ্যোগ নেওয়া হবে কি না তা পরিস্থিতির উপর নির্ভর করছে।’

এর আগে গত ১৮ আগস্ট শাখা ছাত্রলীগ সভাপতি মো. জুয়েল রানা ও সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বন্যা পীড়িত মানুষের পাশে দাঁড়াতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তত্ত্বাবধানে উত্তরাঞ্চলের জেলা সমূহের ছাত্র কল্যাণ সমিতির সমন্বয়ে একটি ত্রাণ তহবিল গঠন করা হয়েছে উল্লেখ করে উক্ত তহবিলে সকলকে সাহায্যের আহ্বান জানানো হয়।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বন্যার্ত,জাবি,ছাত্রলীগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist