জাবি প্রতিনিধি

  ২০ আগস্ট, ২০১৭

‘দেশে গরু আমদানির কোন প্রয়োজন নেই’

আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘গরু উৎপাদনে এখন বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। আমাদের কোন গরু ইমপোর্টের প্রয়োজন নেই। ভরতীয় গরুরও কোন প্রয়োজন নেই। বরং গরু আসলে আমাদের এখানে যারা গরু উৎপাদন করে তারা ক্ষতিগ্রস্থ হবে।’ জাতীয় শোক দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বানিজ্য মন্ত্রী এ কথা বলেন।

এ সময় বানিজ্য মন্ত্রী বলেন, ‘গরু, ছাগল, বকরি এবং মহিষের আমাদের যা চাহিদা তার থেকে বেশি আছে। সুতরাং ইমপোর্ট করার কোন প্রয়োজন নেই। আজকে (রোববার) চামড়া ব্যবসায়ীদের নিয়ে আমার সভা ছিল। সেখানে আমি সেটা বলে দিয়েছি। সেই সঙ্গে চামড়ার দামও নির্ধারণ করে দিয়েছি।’

এর আগে রোববার বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ১৫ আগস্ট শহীদদের স্মরণে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বঙ্গবন্ধুকে বিশ্ববরেণ্য নেতা উল্লেখ করে মন্ত্রী বলেন, বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে যখন বঙ্গবন্ধু যোগ দিতে যেতেন তিনি থাকতেন সম্মেলনের আকর্ষণের কেন্দ্রবিন্দু। বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তির ডাক দিয়েছিলেন। এ জাতিকে তিনি স্বাধীনতা এনে দিয়েছেন। মুক্তির সংগ্রাম এখনো চলছে। বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসুরি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সঙ্গে অর্থনৈতিক মুক্তির কাজ বাস্তবায়ন করে যাচ্ছেন।

জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিতে এ সময় উপস্থিত ছিলেন¡ বিশেষ অতিথি নজরুল ইসলাম বাবু এমপি, সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির, উপ-উপাচার্য অধ্যাপক মো. আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক প্রমুখ ।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গরু আমদানির প্রয়োজন নেই
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist