ইমরান হোসেন, ঢাবি প্রতিনিধি

  ১৬ আগস্ট, ২০১৭

ঢাবিকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বৃষ্টিকে উপেক্ষা করে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

টিএসসি কেন্দ্রীক সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এই মানববন্ধন এর আয়োজন করে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, ফটোগ্রাফি সোসাইটি, মাইম এ্যাকশন, ট্যুরিস্ট সোসাইটি, আইটি সোসাইটি, প্রভাতফেরি, ব্যান্ড সোসাইটি, রিচার্স সোসাইটি, পরিবেশ সংসদ, লিটারেচার সোসাইটি, স্লোগান-৭১, চলচ্চিত্র সংসদ সহ প্রায় ২০টি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেয়।

মানববন্ধন থেকে সম্প্রতি সিনেটের বিশেষ অধিবেশনকে কেন্দ্র করে একটি মহলের ষড়যন্ত্র এবং ডাকসু নির্বাচনের দাবিতে বহিরাগতদের দিয়ে আন্দোলনের প্রতিবাদ জানানো হয়। এতে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ফরহাদ উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক ও ব্যান্ড সোসাইটির সভাপতি লালন মাহমুদ, মাইম এ্যাকশনের প্রতিষ্ঠাতা সভাপতি মীর লোকমান, রিচার্স সোসাইটির সভাপতি সাইফুল্লাহ সাদেক, ফটোগ্রাফি সোসাইটির সভাপতি প্যারিস তালুকদার, ডানমুনের সভাপতি মোস্তফা আমির, পরিবেশ সংসদের সভাপতি মোহাম্মদ হোসেন প্রমুখ।

মানববন্ধন সঞ্চালনা করেন ডিবেটিং সোসাইটির সভাপতি মাহমুদ আব্দুল্লাহ বিন মুন্সি।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাবি,অস্থিতিশীল,প্রতিবাদ,মানববন্ধন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist