জাবি প্রতিনিধি

  ১৩ আগস্ট, ২০১৭

জাবিতে বিতর্ক প্রতিযোগিতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের দর্শন বিতর্ক ক্লাবের আয়োজনে ৩ দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা ‘লজিক ওয়ার ২০১৭’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে দর্শন বিভাগের ১১৭ নং কক্ষে মিক্স আপ বিতর্ক প্রতিযোগিতার এ ফাইনাল হয়। এতে ‘থর’ চ্যাম্পিয়ন ও ‘ক্রোনাস’ রানার আপ হবার গৌরব অর্জন করে।

গতকাল রাত ৮টার দিকে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী হয়। এতে প্রধান অতিথি দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক মুহাম্মদ তারেক চৌধুরি বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতায় ফাইনাল সেরা বিতার্কিক নির্বাচিত হন হুমায়ুন রশিদ জীবন, টুর্নামেন্ট সেরা বিতার্কিক বদরুদ্দীন সাইফী।

দর্শন বিতর্ক ক্লাবের সভাপতি সারোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ শান্তর সঞ্চলনায় উপস্থিত ছিলেন দর্শন ছাত্র সংসদের সাবেক ভিপি মো. সাদ্দাম হোসেন, জুডোর সাধারণ সম্পাদক মুসফিক উস সালেহীন, দর্শন বিতর্ক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফাহিম হাসান নিহান প্রমুখ।

এরআগে বৃহস্পতিবার বিকাল ৩টায় বিতর্ক কর্মশালা হওয়ার মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। ওইদিন বিকাল ৫টায় ‘আত্মশুদ্ধির লড়াইয়ে...’-এর উপর বারোয়ারি বিতর্ক হয়। বারোয়ারি বিতর্কে চ্যাম্পিয়ন হন জান্নাতুল ফেরদৌস জ্যোতি।

এ বিষয়ে সারোয়ার হোসেন প্রতিদিনের সংবাদকে বলেন, দর্শন বিতর্ক ক্লাব প্রতিবছর এ ধরণের প্রতিযোগিতার আয়োজন করে থাকে। মূলত নবীনদের মাঝে যুক্তিচর্চার বিকাশ ঘটানো এবং নতুন বিতার্কিক তৈরির উদ্দেশ্যে আমাদের এই আয়োজন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,জাবি,বিতর্ক প্রতিযোগিতা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist